বিয়ের দিনটা সকলের কাছেই একটি বিশেষ দিন। নতুন সঙ্গীর হাত ধরে নতুন জীবনে প্রবেশ করার শুরু-টা তাই চিরজীবনের জন্য স্মরণীয় করে তোলাটাও একান্তই কাম্য। বিয়ের বিশেষ দিনটাতে কনের সাজ শুধুমাত্র বর বা বরপক্ষকে মোহিত করার জন্য নয়, সমস্ত নিমন্ত্রিত অতিথিরাও উদগ্রীব হয়ে থাকেন, Bridal Make-up কীরকম হল তা দেখার জন্য।

আজকাল বেশিরভাগ বিয়েতেই মেক-আপ আর্টিস্ট-ই দায়িত্বে থাকেন Bridal Make-up করার। যারা কনের সাজ নিয়ে বিভিন্নরকম এক্সপেরিমেন্ট করেন, তারা প্রথমেই কনের পার্সোনালিটি, স্কিন টাইপ, স্কিন টোন, চুলের টেক্সচার, কালার, আইব্রো-র শেপ, ফেস-কাট ইত্যাদি খুঁটিয়ে দেখে নেন। যদি কনের মধ্যে সৌন্দর্যের কোনও সমস্যা থাকে, তাহলে কনেকে এক্সারসাইজ এবং স্কিন কেয়ার রুটিন মেনে চলার পরামর্শ দেওয়া হয়, যা শুরু হয়ে যায় বিয়ের অনেক আগে থেকেই। এতে বিয়ের দিনের মেক-আপ শুরুর আগেই ত্বক হয়ে ওঠে প্রাণোচ্ছল।

ত্বক পরিচর্যার রুটিন

বিয়ের কনেকে প্রথমেই জানতে হবে, তার নিজের ত্বক কী ধরনের। বিয়ের আগে রেগুলার ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং-এর রুটিন ফলো করা উচিত। যদি ত্বক খুব রুক্ষ হয় তাহলে সোপ-ফ্রি কন্সিলার ব্যবহার করা উচিত। সারাদিনে অন্তত দুবার ত্বক ময়েশ্চারাইজ করাও খুব জরুরি।

যদি ত্বক তৈলাক্ত হয়, তাহলে ক্লিনজিং-এর সঙ্গে সঙ্গে দিনে ২ থেকে ৩ বার মুখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা বাঞ্ছনীয়। অয়েলি ত্বকের জন্য টোনিং খুবই জরুরি। এতে ত্বকের পোর্স বন্ধ হয়ে যায় এবং ত্বকে তেল বেরোনোও বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য ওয়াটার বেসড ময়েশ্চারাইজার লাগানো খুব জরুরি৷  ফেস মাস্কও অতি প্রয়োজনীয়। এর ফলে ত্বকের মৃত কোশ দূর হয় এবং ত্বক নিঃশ্বাস নিতে পারে।

কীভাবে বাছবেন ওয়াটার এবং ক্রিম বেসড মেক-আপ

ভারতীয়দের মধ্যে তিন ধরনের কমপ্লেকশন সাধারণত দেখতে পাওয়া যায়-- ফরসা, গমের মতো রং এবং শ্যামলা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...