আপনার বাড়িতে বেসন কি শুধু বড়া আর পকোড়া বানানোর কাজেই লাগে? আজ থেকে বদলে ফেলুন আপনার ধারণা। ন্যাচারাল ফেস প্যাক হিসাবে জুড়ি নেই বেসনের। এর সাহায্যে আপনি পেতে পারেন ঝকঝকে ত্বক। এবার জেনে নিন আপনার ত্বক অনুযায়ী বেসনকে কীভাবে কাজে লাগাবেন।

তৈলাক্ত ত্বকে আনে ম্যাজিক

১ চামচ বেসন ও ১ চামচ অ্যালোভেরা ভালো ভাবে মিশিয়ে নিন। এই পেস্ট ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এর পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব কমে ফ্রেশ লুক আসবে। সপ্তাহে ২-৩ বার এই প্যাক অবশ্যই লাগান। অ্যালোভেরা ত্বকের দাগ ছোপ যেমন দূর করবে, ব্রণর প্রকোপও কমবে। এছাড়া অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থের গুণ, সঙ্গে অ্যান্টি অক্সিড্যান্ট যা ত্বকের দ্যুতি ফেরাতে সক্ষম।

শুষ্ক ত্বকে নবজীবন এনে দেয়

ড্রাই স্কিনে সবরকম প্রসাধনী ব্যবহার করা যায় না। তাই আপনার প্রয়োজন এমন প্রাকৃতিক উপকরণ যা, ত্বককে আরও শুষ্ক করে তুলবে না। বেসনের সঙ্গে দুধ, মধু ও কাঁচা হলুদবাটা মিশিয়ে নিন। এটা মুখের ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে জলের ঝাপটায় ধুয়ে নিন। এই মিশ্রণের ব্যবহারে ত্বক নমনীয় হয় এবং তাতে লাবণ্যও যুক্ত হয়।

ত্বক ঝলমল বেসনে

স্কিনে গ্লো আনার জন্য ১ কাপ দই ও এক চামচ বেসন একসঙ্গে মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট মুখে লাগিয়ে অন্তত ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন। এই ফেস প্যাক দিনে দু’বার করতে পারলে দ্রুত সুফল পাবেন। রোদ, ধুলোময়লা ও দূষণজনিত কারণে ত্বকের কালচে ভাব দূর করতে সহায়ক এই প্যাক।

ব্রণ হঠাতে বেসন

মুখে ব্রণর সমস্যা থাকলেও বেসনে হতে পারে আপনার সমস্যার সমাধান। একটা পাত্রে বেসন ও শসার পেস্ট মেশান। এবার এই প্যাক, মাস্ক-এর মতো মুখে লাগান। ২০ মিনিট রেখে দিন। তারপর ঈষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে, পরিষ্কার টাওয়েল দিয়ে মুখ মুছে নিন। এই প্রক্রিয়া সপ্তাহে অন্তত ২ দিন করুন। সুফল পাবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...