কিছু কিছু নারী ঈশ্বরদত্ত সৌন্দর্যের কারণে দীর্ঘদিন যৌবনকে অটুট রাখতে সক্ষম হন। তাঁদের ত্বকের কোমলতা, হাড়ের গঠন প্রাকৃতিকভাবে পারফেক্ট। এছাড়াও দৈনন্দিনের জীবনশৈলী, ব্যক্তিগত ডিসিপ্লিন সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।
হালফিল ব্যস্ততাময় জীবনে সময় নেই মা-ঠাকুমার পদ্ধতিতে রূপচর্চা করার। এখন ইন্সট্যান্ট মেক-আপ-এর যুগ।Tricks of festive make-up হল, চটজলদি মেক-আপে চটকদার সুন্দরী হয়ে ওঠা৷এটাই এই সময়ের ইষ্টমন্ত্র। চটজলদি মেক-আপে খুঁত ঢেকে ফেলার কৌশল।সামনেই পুজো৷ ধৈর্য ধরে কয়েকটি বেসিক স্টেপ্স ফলো করলে, সুফল পাবেন নিশ্চিত। জেনে নিন কয়েকটি Instant make-up tricks যা চটপট খুঁত ঢেকে আপনাকে লাবণ্যময়ী করে তুলবে।
চিকন ত্বক
ছবি আঁকার আগে যেমন প্রাইমারের পরত চড়িয়ে, ক্যানভাসটিকে তুলি বোলানোর যোগ্য করে তোলা হয়— সেই একই পদ্ধতি অবলম্বন করুন আপনার ত্বকের বেলাতেও। অর্থাৎ মেক-আপের আগে ত্বক-কে প্রস্তুত করে নেওয়া দরকার। তাই শুরুতেই কেয়ার নেওয়া উচিত যাতে মুখের ত্বকের মৃত কোশ ঝরিয়ে ফেলা যায়। এর ফলে মুখের রঙে একটা সামঞ্জস্য এসে যাবে। বাড়িতেই একটা ওটমিলের স্ক্রাব তৈরি করে নিন। একদিন অন্তর স্ক্রাব করুন। মুখের ত্বকে সমানভাবে ওটমিল পেস্ট লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাত দিয়ে ঘষে তুলে নিন, মুখের ত্বক লাবণ্যে তরতাজা হয়ে উঠবে।
হরিণ চোখ
চোখ শুধু মনের জানলাই নয়, তা সৌন্দর্যের দেউড়িও বটে। তাই আপনার সৌন্দর্যকে যদি অপরের দৃষ্টিগোচর করতে হয় তাহলে সবচেয়ে আগে সুন্দর করে তুলুন নিজের দুটি চোখ। চোখ ফোলা অবস্থায় আই মেক-আপ করবেন না, তাতে আরও বিসদৃশ লাগবে। এক্ষেত্রে শুধু হালকা কাজলের রেখা টানুন। কিন্তু যদি চোখ মেক-আপের অনুকূল পরিস্থিতিতে থাকে, তাহলে মেক-আপ শুরুর আগে একটি তুলোর প্যাড শশার রসে ভিজিয়ে, বোজা চোখের উপর রেখে রিল্যাক্স করুন। ঠান্ডা চায়ের লিকারে তুলো ডুবিয়েও চোখের উপর রাখতে পারেন।
এবার আপনার চোখের উপযোগী মেক-আপ বাছার পালা। আইশ্যাডোর নির্বাচন করার সময় এমন শেড-ই বেছে নিন যা আপনার চোখের ভিতরের সাদা-কে আরও উজ্জ্বল করে। একই সঙ্গে খেয়াল রাখুন আইশ্যাডো যেন আপনার পোশাকটিকে কমপ্লিমেন্ট করে। চোখের মেক-আপ যেন ওভার ডু করবেন না। তাহলে গোটা সাজটাই মাটি।