রোমহীন সুন্দর ত্বক কে না চায়৷ বিশেষ করে গরমে স্লিভলেস পোশাকের সঙ্গে যদি বেমানান ভাবে হাতে রোম দেখতে পাওয়া যায়, তাহলে খুবই বিশ্রী  লাগে৷ তাই Waxing করা বিশেষ ভাবে জরুরি৷ ওয়্যাক্সিং করলে আমাদের ত্বকের সানট্যান এবং ডেড স্কিন সেল্স রোধ করা যায়। কিন্তু ওয়্যাক্সিং-এর পর আমাদের ত্বক খুব স্পর্শকাতর হয়ে পড়ে, সুতরাং তখন ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। জেনে নিন কীভাবে ত্বককে দিতে পারেন সেই সুরক্ষা৷

 ওয়্যাক্সিং-এর পর স্ক্রাব একেবারেই ব্যবহার করবেন না

ওয়্যাক্সিং-এর পর তোয়ালে দিয়ে ত্বক মুছবেন না বা স্ক্রাবিং করবেন না। এতে ত্বক ড্রাই হয়ে পড়তে পারে। ওয়্যাক্সিং-এর পর সাধারণত আমাদের ত্বকের পোরস ওপেন হয়ে যায় এবং আমাদের সেটি মিনিমাইজ করে দেওয়া উচিত, যাতে দূষণ ও ধুলোময়লা ত্বকের ক্ষতি করতে না পারে। ভালো লোশন এবং অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করুন এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখুন।

নিজের জন্য সব থেকে ভালোটাই বাছুন

বাজারে নানারকমের ওয়্যাক্স পাওয়া যায় কিন্তু নিজের জন্য সবথেকে ভালোটাই বাছুন। যাতে আপনার ত্বকের কোনও ক্ষতি না হয়, ত্বক কোমল থাকে এবং ব্যথাহীন ওয়্যাক্সিং-এর আনন্দ অনুভব করতে পারেন। অবাঞ্ছিত রোম রোধ করার সবথেকে ভালো বিকল্প হল ওয়্যাক্সিং কারণ রেজার এবং হেয়ার রিমুভাল ক্রিম আপনার ত্বক রুক্ষ করে তোলে। এর ফলে ত্বকের আর্দ্রতা কমে যায়। ওয়্যাক্সিং-এর জন্য ভালো প্রোডাক্ট বাছা জরুরি যাতে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত না হয়।

ওয়্যাক্সিং-এর সময় এগুলির খেয়াল রাখুন

ওয়্যাক্সের থিক লেয়ার লাগাবেন না, এতে আপনার ত্বকে আঘাত লাগতে পারে। ত্বকের পিল হওয়ার সম্ভাবনা বা পুড়ে যাওয়ার ভয়ও থাকবে। ত্বকে প্রথমে ট্যালকম পাউডার লাগিয়ে ওয়্যাক্সের পাতলা পরত লাগান যাতে ত্বকের কোনও ক্ষতি না হয়। ওয়্যাক্স-এর পর ত্বক ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিন যাতে ত্বকের ওপেন পোরস মিনিমাইজ হয়ে যায়।

ওয়্যাক্স এবং কত রকমের

অ্যালোভেরা ওয়্যাক্স : তৈলাক্ত ত্বকের জন্য এটি সব থেকে ভালো কারণ এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করে এবং অয়েল ফ্রি রাখে। অ্যালোভেরা ফুসকুড়ি এবং ত্বকের রেডনেস রোধ করে ত্বককে হেলদি বানায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...