অনেকেই চুলে হেয়ার কালার ব্যবহার করা পছন্দ করেন না৷এই আশঙ্কায় যে, এতে লুকস-এ এমন একটা বদল চলে আসবে হঠাতই, যা হয়তো তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে না৷ কিন্তু তুলনামূলকভাবে মেহেন্দির রঙ অনেকটাই স্নিগ্ধ এবং দেখতেও খুব স্বাভাবিক লাগে৷ ফলে পাকা চুল ঢাকতে, বা নিছক স্টাইলিশ লুকের প্রয়োজনে চুলে একটা লালচে আভা যোগ করতে, অনেকেই চুল রাঙানোর কাজে লাগাচ্ছেন মেহেন্দি-কে৷

রাজস্থানের প্রাচীন সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মেহেন্দি। ওষধীগুণে পরিপূর্ণ এই ভেষজ উপাদান, চুলের জন্য অত্যন্ত ভালো। এতে যদি দই, লেবু, কফি, চায়ে লিকার, ডিম, আমলকীর গুঁড়ো মিশিয়ে নেওয়া যায়, তাহলে একই সঙ্গে হেয়ার কালার আর কন্ডিশনারের কাজ করে মেহেন্দি।

কীভাবে লাগাবেন মেহেন্দি

  • চুলের দৈর্ঘ্য কাঁধ পর্যন্ত হলে, ১০০ গ্রাম পরিমাণ মেহেন্দি যথেষ্ট
  • চুলে মেহেন্দি লাগানোর আগে অবশ্যই শ্যাম্পু করে নেবেন, তবেই চুলে রং সুন্দর ও দীর্ঘস্থায়ী হবে
  • চুলের ধরন ড্রাই হলে, হালকা গরমজলে ২ চামচ কফি পাউডার দিয়ে ভালো ভাবে গুলে নিন, এর পর ২-৩ চামচ মধু আর চুলের দৈর্ঘ্য অনুযায়ী মেহেন্দি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। যত স্মুদ হবে এই মিশ্রণ, চুলে লাগানো ততই সহজ হবে
  • চুলের ধরন অয়েলি প্রকৃতির হলে, কফি পাউডার আর মেহেন্দির সঙ্গে, মধুর বদলে লেবুর রস মেশান। বিকল্পে টক দইও দিতে পারেন
  • রাতভর মেহেন্দি যদি আমলকী ফোটানো জলে বা চায়ের লিকারে ভিজতে দেন, তাহলে সেটা চুলের জন্য পুষ্টিকর হবে
  • চুলে মেহেন্দি লাগানোর সময় গ্লাভস্ ব্যবহার করুন। ব্রাশের বদলে আঙুল দিয়ে লাগানোই সবচেয়ে ভালো
  • মেহেন্দি লাগানোর সময় গোড়া থেকে ডগা অবধি আঙুল চালান। চুল ভাগ ভাগ করে নিন
  • মেহেন্দির রং ত্বকের উপর দাগ ধরাতে পারে, তাই উন্মুক্ত জায়গাগুলোয় আগে থেকে তেল বা ভ্যাসলিন লাগিয়ে রাখুন
  • মেহেন্দি ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা লাগিয়ে রাখাই যথেষ্ট
  • ধোওয়ার সময খুব ভালো করে মেহেন্দি ধোবেন, না হলে চুল ডাল আর হার্ড দেখাবে।

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...