ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে ঘটে যায় এক নারকীয় খুন৷  আর সেই খুনের সূত্র ধরেই রহস্য সমাধানের আসরে নামেন সত্যাণ্বেষী ব্যোমকেশ৷ কী কারণ লুকিয়ে রয়েছে এই হত্যার নেপথ্যে?প্রেম, বিশ্বাসঘাতকতা, নাকি অন্য কিছু? সব প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে৷কারণ ১১ই আগস্ট মুক্তি পেতে চলেছে ছবি।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত গল্প  ‘বিশুপাল বধ’ – অবলম্বনে  নির্মিত ব্যোমকেশ হত্যামঞ্চ। একই ঘটনার নাটকীয় উপস্থাপনায় যথারীতি মিস্টার বক্সী-রূপী আবির চট্টোপাধ্যায়৷এ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার, পাওলি দাম এবং অন্যান্যরা।  গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দা, অনুশা বিশ্বনাথন এবং অর্ণ মুখোপাধ্যায়। পরিচালনা করছেন Arindam Sil।

১৯৭১ সালের নকশাল আন্দোলনের পটভূমিকায় বাঁধা এই ছবির গল্প। একটি নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু।বাংলার সাহিত্যপ্রেমীদের কাছে ব্যোমকেশ একটি বিশেষ ভালোলাগার চরিত্র৷তাই অধিকাংশই ‘বিশুপাল বধ’ – নিয়ে বেজায় উচ্ছ্বসিত। শরবিন্দু বন্দোপাধ্যায়ের শেষ ও অসমাপ্ত ব্যোমকেশ কাহিনীকে পুনরায় পর্দায় কোন টুইস্ট দেবেন অরিন্দম শীল, সেটাকে ঘিরেই দানা বাঁধছে কৌতূহল৷

‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ টিজারই মিলেছে রহস্যের গন্ধ এবং মঞ্চে খুনের ঝলক। চার বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার পিছনে যে রহস্য লুকিয়ে, ফের একবার সেই সত্যের সন্ধানে বেরোবেন ব্যোমকেশ। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে টানটান থ্রিলার, রহস্য এবং রোমাঞ্চ।

ব্যোমকেশ ও সত্যবতীর ভূমিকায় দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেছেন আবির ও সোহিনীর জুটিকে৷ ফের একবার Abir Chattopadhyay এবং Sohini Sarkar জুটিকেই পর্দায় দেখতে পাবেন দর্শক।এই প্রথমবার ব্যোমকেশের ছবিতে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে।

অরিন্দম শীলের আগের তিনটি ব্যোমকেশের মধ্যে রয়েছে 'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব' এবং 'ব্যোমকেশ গোত্র' প্রচুর জনপ্রিয় হয়েছিল। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ‘ব্যোমকেশ বক্সী’।

এবারের গল্প একটু হলেও আলাদা। থিয়েটারের প্রেক্ষাপটে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার রহস্য উন্মোচনই এবারের লক্ষ্য। সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই সেই টানটান রহস্যের আঁচ পেয়েছেন দর্শক৷ ঘটে যাওয়া দুর্ঘটনার পুনারভিনয়ের মাধ্যমেই সত্যের পর্দা উন্মোচন করবেন সত্যান্বেষী। অপরাধীকে ধরতে নিজেই খেলা সাজিয়েছেন ব্যোমকেশ। হত্যামঞ্চে – হত্যার কিনারা করতেই ব্যোমকেশ আসছেন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...