অঞ্জন দত্তের পাহাড়-প্রেমের কথা সকলেরই জানা। স্কুল-পর্বে পাহাড়েই তাঁর বেড়ে ওঠা।  বহু গানে বারবার এসেছে দার্জিলিংয়ের কথা, ওখানকার মানুষের কথা। তাঁর ছবিতে একাধিকবার ফ্রেমবন্দি হয়েছে পাহাড়। কিন্তু পাহাড়ের পটভূমিকায় এই প্রথমবার তিনি তৈরি করলেন একটি বাংলা ওয়েব সিরিজ।

‘মার্ডার ইন দ্য হিলস’ মানের এই এয়েব সিরিজে, থাকবে না ড্রইং খাতায় আঁকা রঙিন কোনো ছবির দৃশ্য। বরং ফুটিয়ে তোলা হয়েছে দার্জিলিংয়ের অন্ধকার দিক। অর্থাৎ এই দার্জিলিং প্রথম থেকেই থাকবে রহস্যের চাদরে মোড়া।

নানা সময়ে বহু সাক্ষাৎকারে অঞ্জনকে বলতে শোনা গেছে রহস্য রোমাঞ্চ তাঁর অত্যন্ত প্রিয় বিষয়।। তাই, প্রথম ওয়েব ধারাবাহিকটি তিনি ‘মার্ডার মিস্ট্রি’র উপর ভিত্তি করেই তৈরি করেছেন।

এসভিএফ-এর প্রযোজনায়, এই সিরিজ তৈরি হয়েছে ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। নব্বই দশকের একজন ‘ফিল্ম স্টার’-এর হত্যাকাণ্ডের রহস্য নিয়ে আবর্তিত হয়েছে এই ধারাবাহিকের কাহিনি।

ডার্ক গল্পের উপর মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ আছে। মানুষের জীবনের অন্ধকার দিক, চরিত্রের জটিলতা, মুখের আড়ালে আসল মুখটা খুঁজে বের করতে চায় মানুষ। আর সেটা করতে গিয়েই চরিত্রগুলির হিংস্রতা, হন্তারক মনোভাবও বেরিয়ে আসে। এবারের গল্পটিকে দার্জিলিংয়ে নিয়ে ফেলেছেন অঞ্জন, যাতে দার্জিলিংয়ের আকর্ষণীয় স্থানগুলোর বদলে, তুলে ধরা হবে সেখানকার মলিন দৃশ্য়পট, কদাকার সরু গলি,  অপরিসর রাস্তা, বাজার, পল্লি- যা পর্যটকরা কখনও দেখেননি।

গল্পের চরিত্রগুলির মধ্যেও রয়েছে ওই পাহাড়ি পথের মতোই সর্পিল গতি, গোপনীয়তা, মিথ্যাচার, বিশ্বাসঘাতকতা।  এই গ্রে শেডই দর্শকদের ভালো লাগবে বলে মনে করছে প্রযোজনা সংস্থা।‘মার্ডার ইন দ্য হিলস’ ধারাবাহিকে  একজন ক্ষুরধার গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও অভিনয়  করছেন সুপ্রভাত, অনিন্দিতা বোস, রাজদীপ, সৌরভ, সন্দিপ্তা, রজত গাঙ্গুলী, শাশ্বতী গুহঠাকুরতা প্রমুখ।

এই সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কোভিড-এর কারণে যখন প্রেক্ষাগৃহ বন্ধ, তখন আরও বেশি করে ওটিটি প্ল্যাফর্মের দিকে ঝুঁকেছে মানুষ। তাই এই মাধ্যমকে আরও জনপ্রিয় করতে নতুন নতুন কন্টেন্ট-এর কথা ভাবছেন প্রযোজকরা। সেই সুবাদেই ওটিটি-তে এই সিরিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন অঞ্জন দত্ত। স্বপ্নের দার্জিলিং নয়,এই ধারাবাহিকে এক অন্য দার্জিলিংয়ের সঙ্গে পরিচয় হবে দর্শকদের।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...