বাবা যশোদা দুলাল দাস ছিলেন তাঁর গানের প্রথম গুরু। পরবর্তী কালে শাস্ত্রীয় সংগীতের পাঠ নেন সঙ্গীত রিসার্চ আকাদেমি থেকে। জয়পুর ঘরানা এবং কিরানা ঘরানায় শিক্ষা সম্পূর্ণ করে ঠুংরি, দাদরা ও কাজরি শেখেন দীর্ঘদিন। শেখার কোনও শেষ নেই এমনই বিপুল এই সংগীত সমুদ্র, এমনটাই মনে করেন আজকের অন্যতম সফল সংগীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। বললেন তার জীবনের নানা অনুভবের কথা।

একসময় আপনি তো মালদা থেকে কলকাতায় গান শিখতে আসতেন সেই সময়ে স্ট্রাগল বা ডেডিকেশনের বিষয়ে কিছু বলুন

আমার গুরুজি ছিলেন পণ্ডিত উল্লাস কোশলকর। মালদায় বাবার কাছেই আমার গানের হাতেখড়ি। তারপর কলকাতায় শিখতে আসা। হায়ার সেকেন্ডারির পর সংগীত রিসার্চ আকাদেমিতে পরীক্ষা দিয়ে পাস করে ঢুকলাম। তখন থেকেই ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তালিম নিই গুরুজির কাছে। কম্পিটিশনে গাওয়া বা অন্য প্রোগ্রামে, তার অনুমতি দিতেন না তখন গুরুজিরা। ফলে স্ট্রাগল করা বা কেরিয়ার তৈরির কথা তখনও ভাবিনি। শেখার জন্যই পুরোপুরি ডেডিকেশনটা ছিল।

সংগীত শিল্পী হয়ে ওঠার পটভমিকাটা কেমন ছিল?

আসলে ছোটো থেকেই গান শুনতাম। নানা শিল্পীর গান। কমার্শিয়াল গান গাইতে গেলে যে ক্লাসিক্যাল বেসটা থাকা দরকার, সেটা ছোটো থেকেই বুঝতে পারতাম।তারপর ‘সা থেকে সা’ অনুষ্ঠান জয়েন করলাম। নচিদা (নচিকেতা চক্রবর্তী) ওটার অ্যাংকর ছিলেন। ওনার আমার গান ভালো লাগল। উনিই প্রথম আমার অ্যালবাম করলেন। ওঁর করা দ্বিতীয় অ্যালবাম ‘সাঁঝবেলার গান’ হিট করে গেল। সেই থেকেই চাকা ঘুরতে আরম্ভ করল। জয় সরকার এবং দেবজ্যোতি মিশ্রর সঙ্গে আলাপ হল। তারপর যেভাবে হয় আর কী, কম্পোজার-রা নতুন গানের গলা খোঁজেন, এদিকে শিল্পীরাও চান কারও সুরে অ্যালবাম হোক। এভাবেই পরের পর অ্যালবামগুলো হতে লাগল।

সখী হম গানটার সময় ঋতুপর্ণ ঘোষের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছিল কি? ওই গান তৈরির গল্পটা একটু বলুন

আসলে ওই গানটা শুরুতে scratch (ডামি) গাওয়াবেন বলে ডেকেছিলেন আমায় দেবুদা (দেবজ্যোতি মিশ্র)। সেটা অবশ্য তখনও আমি জানতাম না। ওটা আশা ভোঁসলে গাইবেন বলে ঠিক ছিল। কিন্তু রেকর্ডিংটা শুনে ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) এত ভালো লাগে, ঋতুদা সিদ্ধান্ত নেন যে, এটা আমাদের কলকাতার শিল্পী শুভমিতার গলাতেই থাকবে। তখন দেবুদা ওই গানটার আবার একটা ফাইনাল রেকর্ডিং করান আমাকে দিয়ে তখনই আমি জানতে পেরেছিলাম, প্রথমটা ডামি হিসাবে গাওয়ানো হয়েছিল।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...