করোনা-আবহে অনেককিছু বদলে গেছে মানুষের জীবনে। বিধিনিষেধের কারণে এখন আমরা নানারকম সমস্যার মুখোমুখি হচ্ছি।  করোনার আগের সেই চলমান স্বাভাবিক আনন্দ-বিলাসের পথ এখন অনেকক্ষেত্রে-ই রুদ্ধ।  কিন্তু জীবন তো আর থেমে থাকে না। তাই, বিকল্প পথ বেছে নিচ্ছেন অনেকে কিংবা বেছে নেওয়ার চেষ্টা করছেন। নাট্যমোদিদের তৃপ্ত করার জন্যও এমন-ই এক বিকল্প মাধ্যম তৈরির উদ্যোগ নিলেন অভিনয় ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত জনপ্রিয় কিছু ব্যক্তিত্ব। এই তালিকায় আছেন নাট্যব্যক্তিত্ব শুভময় বসু,নাট্য-নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়,অভিনেতা তপন দাস,অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। কিন্তু এঁরা কীভাবে ডিজিটাল মাধ্যমে নাটক পরিবেশন কিংবা নাট্যচর্চা করতে চলেছেন, এবার জেনে নিন সেই প্রসঙ্গে।

পেশায় গ্রাফিক ডিজাইনার শুভময় বসু। কিন্তু নাটকের সঙ্গে যোগ আনেকদিনের। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকদিন ধরেই নাটকের জন্য কিছু করার ভাবনা মাথায় ছিল তাঁর। আপাতত বেছে নিলেন বাংলা নাটককেই। তৈরি হল ডিজিটাল প্ল্যাটফর্ম--- টাইম্‌স অফ থিয়েটার। বাংলা নাটক বলতে যে শুধু পশ্চিমবাংলা নয়, বাংলাদেশও আছে,সে কথা ভুলে জাননি এই মানুষটি। তাই তাঁর উদ্যোগের সঙ্গে জুড়ে নিলেন বাংলাদেশকেও। আর এই ভাবেই শুরু হল এই ডিজিটাল প্ল্যাটফর্ম-এর পথ চলা।

‘এখনকার এই ইন্টারনেট-এর যুগে নাটকের খবর পাওয়াটা কি এতোটাই শক্ত? খোঁজ-খবর করে দেখা যায় যে, নাটকের বিজ্ঞাপন ঠিক করে হয় না সব সময়। আসলে নাটকের কর্মীদের সঙ্গে এই ব্যাপারে হাতে হাত মেলানোর লোকের বড়ো অভাব। তাছাড়া নাটকের দলগুলির কাছে অত পয়সা নেই যে তাঁরা নিজেদের ওয়েবসাইট তৈরি করবেন বা সোশ্যাল মিডিয়া তে খরচা করবেন। তাই,এই কঠিন কাজের দায়িত্ব নিলাম সমবেত উদ্যোগে।’---প্রসঙ্গত জানালেন শুভময়।

Entertainment
Sudipta Chakraborty

এই উদ্যোগের সঙ্গে আছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি এখানে অভিনয় এর ওয়ার্কশপ করাবেন সেপ্টেম্বর মাস থেকে। আছেন প্রখ্যাত অভিনেতা তপন দাস। তপনবাবু মৃণাল সেনের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন, তার মধ্যে ‘একদিন প্রতিদিন’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তপনবাবু এখানকার বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আরও আছেন অভিনেতা প্রদীপ মিত্র, জনসংযোগ প্রতিনিধি শুভজিৎ রায় প্রমুখ। আর এই ডিজিটাল প্ল্যাটফর্ম-এর উদ্যোগে দেবেশ চট্টোপাধ্যায় তৈরি করতে চলেছেন পাঁচটি বাংলা নাটক।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...