৪ ডিসেম্বর শুরু হয়েছে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে সিনেমাপ্রেমীরা জেনে গিয়েছেন যে, এবারের KIFF-এর ফোকাস কান্ট্রি—ফ্রান্স। তাই, উৎসব শুরুর আগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের পরিচালক নিকোলা ফ্যাসিনো। আর ফ্রান্স-কে ফোকাস কান্ট্রি করার কারণে, এবারের KIFF-এ রাখা হয়েছে ফ্রান্সের মোট ২১টি পূর্ণদৈর্ঘ্যের ছবি। এরমধ্যে রয়েছে মহিলা পরিচালকদের পাঁচটি ছবি। তাঁদের ছবিগুলি নিয়ে রইল বিস্তারিত তথ্য।
ফিলমঃ কল অফ ওয়াটার (Film: Call Of Water, French name : Par A Mour) ১ ঘন্টা ৩০ মিনিটের এই ছবিটি তৈরি হয়েছে ২০২৪ সালে। পরিচালকঃ Elise Otzenberger; চিত্রনাট্যকারঃ এলিস ওটজেনবার্গার, মাউড অ্যামেলাইন এবং মরিসিয়ো কারাসকো। ডিওপিঃ লুদোভিক জুইলি। মিউজিকঃ রোব। সম্পাদকঃ জোসেফ কোমার। অভিনয়েঃ সেসিল-ডে ফ্রান্স, আর্থার ইগুয়াল, দারিয়াস জারাবিয়ান, অ্যান্তোনি জারাবিয়ান।
কাহিনির সারাংশঃ সমুদ্র সৈকতে নয় বছর বয়সি সাইমন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর, তার মা সারা অবশেষে তাকে খুঁজে পান। বাড়িতে ফিরে সাইমন অদ্ভুত আচরণ করতে থাকে। উদ্বিগ্ন, সারা তাকে এই আচরণের কারণ প্রকাশ করার জন্য চাপ দেয় এবং সাইমন অবশেষে সত্যিটা জানায়।
Show Date & Time: 7th December, Nandan I, 04:30PM And 8th December, Nazrul Tirtha I, 04:00PM
ফিলমঃ ডগ অন ট্রায়াল (Film: Dog On Trial, French name: LE PROCES DU CHIN), ১ ঘন্টা ২৩ মিনিটের এই ছবিটি তৈরি হয়েছে ২০২৪ সালে। পরিচালকঃ Laititia Dosch; অভিনয়েঃ ল্যাটিটিয়া ডশ, ফ্রান্সোস ড্যামিয়েন্স, জিয়ান-পার্সাল জাদি অয়ানি দোর্ভাল, কোডি পাম, ম্যাথু ডেমি প্রমুখ। কাহিনি এবং চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক স্বয়ং। চিত্রনাট্যকারঃ অ্যালেক্সিজ ক্যাভিরসিনে। সম্পাদকঃ সুজানা পেড্রো। সংগীত পরিচালনা করেছেন ডেভিড সিজট্যাংক।
কাহিনির সারাংশঃ এটি ফ্রান্সের বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যা একটি কুকুরকে কেন্দ্র করে এবং এই কুকুরটি বারবার অপরিচিতদের কামড়েছিল।‘ডগ অন ট্রায়াল’ (ফরাসি: Le Procès du chien) ছবিটি আগে ‘হু লেট দ্য ডগ বাইট’ নামে পরিচিত ছিল। আর এই ছবিতে ডশ একজন আইনজীবী হিসেবে অভিনয় করেছেন। ১৯ মে ২০২৪-এ ৭৭তম কান ফিলম ফেস্টিভ্যাল-এ ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। অভিনেতা কোডি পাম অ্যাওয়ার্ড জিতেছেন ওই ফেস্টিভ্যাল-এ।