বলিউডের নায়িকাদের মধ্যে একসময় প্রথমসারির তালিকায় ছিল তাঁর নাম। বলা যায়, সিনেমাপ্রেমীদের অন্যতম পছন্দের অভিনেত্রী রবিনা ট্যান্ডন। অভিনয়ের কেরিয়ার শুরু করার আগে মডেল হিসাবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন তিনি। ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ ছবিতে অসাধারণ অভিনয় করে তিনি জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এছাড়া, নব্বইয়ের দশকে ‘দিলওয়ালে’, ‘লাডলা’, ‘মোহরা’, ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’, ‘জিদ্দি’, ‘গোলাম-এ-মুস্তাফা’ প্রভৃতি ছবিতে অভিনয় করেও সাফল্য পেয়েছিলেন রবিনা। ২০০১ সালে কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে অভিনয় করে পান জাতীয় পুরস্কার। তবে শুধু হিন্দি ছবিতেই নয়, তিনি অভিনয় সাফল্য পেয়েছেন তামিল, তেলুগু, কন্নড এবং বাংলা ছবিতে। অবশ্য সিনেমার পর্দায় এখন আর তাঁকে দেখা না গেলেও, তাঁর জনপ্রিয়তা কমে যায়নি। ভারত সরকারের কাছ থেকে ২০২৩ সালে ‘পদ্মশ্রী’ খেতাবও জিতে নিয়েছেন তিনি। আর দীর্ঘ সময়ের ধারাবাহিক এই সাফল্যের সুবাদে এখনও তিনি সমৃদ্ধ হয়ে চলেছেন ভক্তদের ভালোবাসায়। সম্প্রতি কলকাতা-য় এসেও তিনি ভক্তদের মন জয় করে নিলেন অনায়াসে।

রাজারহাট অঞ্চলে অবস্থিত এক অভিজাত হোটেলে আয়োজিত পুরস্কার প্রদান মঞ্চে সম্প্রতি প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন রবিনা ট্যান্ডন। মঞ্চে হাজির হওয়া মাত্রই দর্শক আসন থেকে ওঠে কলতালির ঝড়। বয়স বাড়লেও, তাঁর গ্ল্যামারের আলো ছড়িয়ে পড়ে অনুষ্ঠান কক্ষে। তাঁর প্রতি এখনও দর্শকদের এত ভালোবাসা দেখে কিছুটা আবেগপ্লুত হয়ে পড়েন রবিনা। বাংলায় কথা বলারও চেষ্টা করেন কিছুটা। জানান, ‘আমি বাংলায় সম্পূর্ণ কথা বলতে না পারলেও, বুঝতে পারি। এই কলকাতা শহর এবং কলকাতার মানুষদেরও আমার ভীষণ ভালো লাগে। আজ, পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সংস্থার সফল কর্ণধারদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের শরিক হতে পেরে খুব ভালো লাগছে। এরজন্য ধন্যবাদ জানাই ‘টাইমস ব্র্যান্ড’-কে।’

‘টাইমস ব্র্যান্ড আইকন ওয়েস্ট বেঙ্গল ২০২৪’ শীর্ষক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে রবিনার মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয় সফল উদ্যোক্তাদের হাতে। রবিনার হাত থেকে মেমেন্টো এবং মানপত্র নিতে পেরে আনন্দ প্রকাশ করেন ৪২জন পুরস্কার প্রাপক। সেইসঙ্গে, বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তাঁদের ‘সন্তান’ ছবির প্রচার করেন বলিউড অভিনেত্রী রবিনাকে পাশে রেখে। রবিনা আবারও সময়-সুযোগ পেলে কলকাতা-য় আসার প্রতিশ্রুতি দিয়ে যান ভক্তদের। তাই সামগ্রিক ভাবে বলা যায়, এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি জমজমাট এবং বর্ণময় হয়ে উঠেছিল  রবিনা ট্যান্ডন-এর উপস্থিতিতে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...