জয়ললিতার চরিত্রে অভিনয় করার পর এবার ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। সাই কবীরের লেখা ও পরিচালনায়, তাঁর প্রোডাকশন হাউজ মণিকর্ণিকা ফিল্মসের প্রযোজনায়, তৈরি হচ্ছে নতুন এই পলিটিকাল ড্রামা৷ জোর কদমে শুরু হয়েছে সেই প্রস্তুতি। নিজের ইন্সটাগ্রামে ছবি-সহ এই খবর শেয়ার করলেন নায়িকা।

নিজের প্রযোজনা সংস্থা মণিকর্ণিকার সুত্রে বেশ কিছু ভালো ছবি প্রযোজনা করার ইচ্ছে পোষন করেন কঙ্গনা৷তারই অঙ্গ হিসেবে এই ছবির বিষয় নির্বাচন৷তাই সংস্থার অফিসে চলছে ছবিটি নিয়ে ব্যস্ততা ।তবে এটি ইন্দিরা গান্ধির বায়োপিক নয়। একটি ঐতিহাসিক ছবি। ১৯৭৫ সালের জরুরি অবস্থা তুলে ধরা হবে এই ছবিতে।তুলে ধরা হবে সেই সময়ের আরও নানা রাজনৈতিক ওঠাপড়ার কাহিনি৷ এই ছবির ঘটনাগুলি নতুন প্রজন্মকে বুঝতে সহায়তা করবে,ওই সময়ে ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল। অভিনেত্রী আরও জানিয়েছেন, ছবিটি একটি বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে।

আপাতত চরিত্রের লুক সঠিক আনতে বিভিন্ন স্ক্যানিং প্রক্রিয়া চলছে। কঙ্গনা এরকম একটি বিষয়ভিত্তিক ছবিতে অভিনয় করার আগে ঠিক কী ভাবছেন, তা জানা গেছে তাঁর পোস্ট থেকেই৷ কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "প্রতিটি চরিত্রই একটি নতুন যাত্রার  সূচনা করে, আজ আমরা #ইমারজেন্সি # ইন্ডিরা-র যাত্রা শুরু করেছি এবং আমার লুক সঠিক হওয়ার জন্য শরীর, মুখের স্ক্যান চলছে৷ এর ফলে বাস্তবসম্মত ভাবে, আমি এই ছবিতে রূপদান করতে পারব৷ অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পারব এর সুবাদে৷ এই চরিত্র আমার জন্য অত্যন্ত স্পেশাল"৷

নানা সময়ে সোচ্চার থেকে  সংবাদের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর বহু ছবিতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ঘটনা রূপায়িত হয়েছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত জয়ললিতার বায়োপিকের শুটিং করার পর, তাঁর আগ্রহ তৈরি হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করার জন্য।কঙ্গনা ছাড়াও এই ছবিতে দেখা যাবে বলিউডের বেশ কিছু নামি অভিনেতাদের।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...