আজ্ঞে হ্যাঁ, প্রেম নিয়ে এবার হাজির হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়৷ছবির নাম  'এক্স = প্রেম'৷এসভিএফ-এর ব্যানারে এই ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সৃজিত৷বলতে গেলে এই প্রথমবার দর্শক সম্পূর্ণ প্রেম বিষয়ক একটি ছবি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের কাছ থেকে৷ তাঁর নিজস্ব ধারার বাইরে গিয়ে এবার দর্শকদের মনোরঞ্জনের কথা ভাবছেন তিনি৷হঠাৎ কেন এই ধারা পরিবর্তন, জানতে চাওয়া হলে, নির্দেশক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন-- দীর্ঘদিন ধরেই দর্শকদের দাবি ছিল তাঁর কাছে যে, ভারী বিষয়ের বদলে তিনি একটি রোমান্টিক ছবি তৈরি করুন৷ তাই এবার এই প্রজন্ম অর্থাৎ নিউ জেন-কে আকৃষ্ট করতেই সৃজিতের এই ‘লভ সাগা’৷কলেজ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷

তাঁর ২০১১ সালের ছবি ‘বাইশে শ্রাবণ’-এর সিকুয়েল ‘দ্বিতীয় পুরুষ’, গত বছর বেশ সাড়া জাগিয়েছিল দর্শকদের মধ্যে৷ কিন্তু বরাবরই একটু এক্সপেরিমেন্টাল ছবি বানাতে পছন্দ করেন সৃজিত৷ তাই এবার সচেতন ভাবেই ‘জনার’ বদলানো৷এক গুচ্ছ নতুন মুখ দেখা যাবে এক্স = প্রেম-এ৷এই প্রেমের গাথায় থাকছেন অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অর্জুন চক্রবর্তী এবং মধুরিমা বসাক৷শ্রুতি এবং অনিন্দ্য জুটির  প্রথমবার পর্দায় পদার্পন হচ্ছে এই ছবির হাত ধরে৷ এদিকে মধুরিমা-অর্জুনও প্রথমবার কাজ করছেন সৃজিতের ছবিতে৷ নির্দেশক জানিয়েছেন এই উদীয়মানরা সকলেই বেশ এনার্জিটিক এবং প্রতিভাশালী৷ ফলে এই নবাগতদের সঙ্গে কাজ করে তিনিও বেশ সন্তুষ্ট৷

SVF new film X=Prem official psoter

টালিগঞ্জের হেভিওয়েট নির্দেশকের সূত্রে বাংলা ছবিতে আত্মপ্রকাশ করে, স্বভাবতই খুব খুশি শ্রুতি এবং অনিন্দ্য৷জানালেন, পরিচালক যে তাঁদের উপর আস্থা রাখতে পেরেছেন, এটাই তাদের সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে৷মধুরিমা এই প্রথমবার কাজ করেছেন তাঁর প্রিয় নির্দেশকের সঙ্গে, তাই তাঁর একশোভাগ পরিশ্রম দিয়েছেন অভিনয়ে৷ অর্জুনকে এই ছবির স্কিপ্টটাই সবচেয়ে বেশি আকর্ষন করেছিল বলে স্বীকার করেছেন তিনি৷এটি আসলে এক ভিন্ন ধরনের রোমান্টিক ছবি, যা দর্শদের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস৷

গল্পে খিলাত ও জয়ী নামের প্রেমিকযুগল একে অপরের পাশে থেকে জীবনের নানা ঘাত-প্রতিঘাতের সঙ্গে লড়াই চালিয়ে যান৷ ঘটনার পরম্পরায় দেখা যায়, কীভাবে বিজ্ঞানসম্মত ভাবে তারা একের পর এক সমস্যা-মুক্ত হন৷ছবির পোস্টার মুক্তি পেয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর সামাজিক মাধ্যমে৷করোনা মহামারির এই হতাশাব্যঞ্জক সময়ে, একটু মন ভালে করার উপকরণ খুঁজছে মানুষ৷এই পরিস্থিতিতে প্রেম, ভালোবাসা এবং আবেগের নানা রঙে রাঙানো এই ছবি, দর্শকদের যথেষ্ট মনোরঞ্জন করবে বলেই বিশ্বাস প্রযোজনা সংস্থার৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...