দুই প্রতিভাবান সঙ্গীতশিল্পী শালিনী মুখোপাধ্যায় এবং প্রান্তিক শুর এখন উপভোগ করছেন সাফল্যের আনন্দ। কারণ, তাঁদের গাওয়া তিনটি হিন্দি টেলিসিরিয়ালের টাইটেল সং এবং থিম সং সারা দেশের শ্রোতাদের মন জয় করে নিয়েছে।

কালার্স চ্যানেল-এর হিন্দি ধারাবাহিক ‘দুর্গা’, স্টার প্লাস-এর হিন্দি ধারাবাহিক ‘ঝনক’ এবং স্টার প্লাস-এরই ‘রাব রাখা’ হিন্দি ধারাবাহিকের টাইটেল সং এবং থিম সং গেয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন শালিনী এবং প্রান্তিক। ‘দুর্গা’ ধারাবাহিক-এ ব্যবহৃৎ ‘দিল কি রাহো পে’ গানটি লিখেছেন চয়নিকা দত্ত গুপ্ত। সুরারোপ করেছেন দেবজ্যোতি মিশ্র। ‘তানহা সা দিল মেরা’ গানটিও লিখেছেন চয়নিকা এবং সুরারোপ করেছেন দেবজ্যোতি। এই গানটি ব্যবহার করা হয়েছে স্টার প্লাস-এর হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ। ‘রাব রাখা’ গানটি ব্যবহার করা হয়েছে স্টার প্লাস-এর হিন্দি ধারাবাহিক ‘রাব রাখা’-তে। গানটির রচয়িতা চয়নিকা এবং সুরারোপ করেছেন দেবজ্যোতি। আপাতত এই তিনটি টেলিসিরিয়ালে গান গেয়েই বিখ্যাত হয়ে উঠেছেন প্রান্তিক এবং শালিনী।

প্রান্তিক আঠারো বছর বয়সে শুরু করেছিলেন তাঁর সংগীত-সফর। শালিনী  জনপ্রিয়তা পেতে শুরু করেন  একটি ট্যালেন্ট হান্ট শো-তে অংশ নিয়ে।

শালিনী মুখোপাধ্যায় এবং প্রান্তিক শুর-এর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র। গর্বের সঙ্গে সেকথা তিনি জানিয়েছেন এক প্রেস বিজ্ঞপ্তি-র মাধ্যমে। সাফল্যের আনন্দও ভাগ করে নিয়েছেন শালিনী এবং প্রান্তিকের সঙ্গে। জানানো হয়েছে, এই দুই প্রতিভাবান শিল্পী তিনটি প্রধান জাতীয় টিভি সিরিয়ালের টাইটেল ট্র্যাকে তাঁদের কণ্ঠ দিয়েছেন এবং শ্রোতাদের মুগ্ধ করেছেন। তাই দেবজ্যোতি আবেগপ্লুত হয়ে জানিয়েছেন, ‘ভারতীয় সংগীতের জগতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে আমি মনে করি। কারণ, শালিনী ও প্রান্তিকের হৃদয়গ্রাহী সংগীত পরিবেশনে টেলিভিশনের শ্রোতারাও আমার মতো মুগ্ধ এবং আপ্লুত হয়েছেন।’

হিন্দি টেলিসিরিয়ালের টাইটেল সং এবং থিম সং-এর অবিশ্বাস্য এই সাফল্যের কৃতিত্ব একা নিতে চাননি সুরকার দেবজ্যোতি মিশ্র। দীর্ঘদিনের বন্ধু এবং প্রযোজক-পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে এই সাফল্য ভাগ করে নিয়েছেন দেবজ্যোতি মিশ্র। তিনি জানিয়েছেন, ‘সবই সম্ভব হয়েছে শৈবালের সহযোগিতায়।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...