সময় বহমান। তাই অনেক সময় বদলে যায় পারিপার্শ্বিক আবহ। চমকে দেয় কিছু ঘটনা। আপাত সহজ-সরল মানুষের চলমান জীবনেও এভাবেই কখনও আচমকা ঝড় ওঠে, তছনছ হয়ে যায় সাজানো ঘরবাড়ি, মনের বাগান। আসলে লোভ, লালসা, সম্পর্কের জটিলতা এইসব বিষয়গুলিও অনেকসময় বদলে দেয় মধ্যবিত্তের পারিবারিক জীবনযাপনের প্রেক্ষাপট। এভাবেই বদলে গেল সত্য এবং কাবেরী-র দাম্পত্য-জীবনের কাহিনি।

দিল্লি পাঠিয়ে ছেলেকে পড়ানোর খরচ চালাতে গিয়ে সংসারে টানাটানি চললেও, সত্য এবং কাবেরী সবকিছু বেশ দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিল কিন্তু হঠাৎই বদলে গেল আবহ।

এক রাতে সত্য এবং কাবেরী-র বাড়িতে এল স্বল্প পরিচিত এক ব্যক্তি। চলল আড্ডা, হইহুল্লোড়, খানাপিনা। তারপর ঘটল এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। মারা গেল (নাকি হত্যা?) সত্য এবং কাবেরীর বাড়িতে আসা ওই আগন্তুক। তারপর ঘটল আরও চমকপ্রদ ঘটনা! ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া স্যুটকেশ ভর্তি টাকা উদ্ধার করল সত্য এবং কাবেরী। কাহিনি মোড় নিল অন্যদিকে। সত্য এবং কাবেরী নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ল অপরাধ জগতের সঙ্গে। তারপর?

লোভ, লালসা, নাকি পরিস্থিতির শিকার হল সত্য এবং কাবেরী গাঙ্গুলী? এই প্রশ্নের উত্তর পাবেন ২০২৫ সালের ১০ জানুয়ারি। কারণ, সত্য এবং কাবেরীর মর্মস্পর্শী দাম্পত্য জীবনের কাহিনি ‘ভাগ্যলক্ষ্মী’ শিরোনামে বড়োপর্দায় মুক্তি পাবে ওই দিনে। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিটির ট্রেলার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে।

‘ভাগ্যলক্ষ্মী’ ছবিতে সত্য-র চরিত্রে রূপদান করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং কাবেরী-র চরিত্রে রূপদান করেছেন সোলাঙ্কি রায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রতন সরখেল, স্বস্তিকা দত্ত,  লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার এবং অনন্যা দাস।  ‘নন্দী মুভিজ’-এর ব্যানারে ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিটি প্রযোজনা করেছেন প্রদীপ কুমার নন্দী।

এক প্রেস বিজ্ঞপ্তি-র মাধ্যমে পরিচালক মৈনাক ভৌমিক জানিয়েছেন, ‘আসলে মাখো-মাখো কিংবা খুল্লামখুল্লা প্রেম-কাহিনির বাইরে বেরিয়ে, এবার একটু অন্যরকম থ্রিলার ছবি উপহার দিতে চেয়েছি বাংলা ছবির দর্শকদের। তাই, এক সাধারণ মধ্যবিত্ত স্বামী-স্ত্রীর জীবনে বাস্তবে যেভাবে ঝড় ওঠে, সেই ঝড়কেই থ্রিলার আকারে সিনেমার মাধ্যমে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমার কাছে ‘ভাগ্যলক্ষ্মী’ হল বাস্তব জীবনের ঘটনাসমূহের এক নিখুঁত মিশ্রণ। এমন একটি বিষয় নিয়ে আমাকে সিনেমা তৈরি করার সুযোগ করে দেওয়ায় জন্য ‘নন্দী মুভিজ’-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশাকরি আমার আগের ছবিগুলির মতো এই ছবিটিও দর্শকদের ভালো লাগবে।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...