শিবাজী দত্ত পরিচালিত ছবি ‘খেলাঘর বাঁধতে লেগেছি’-র মুক্তির আগে, সাউথ সিটি মল-এর এক অভিজাত রেস্তোরাঁয় ছবিটির ট্রেলার এবং মিউজিক লঞ্চ করা হল আনুষ্ঠানিক ভাবে।

পরিচালক শিবাজী দত্ত অনেকদিন ধরেই এমন একটি বিষয় নিয়ে ছবি তৈরি করতে চেয়েছিলেন। প্রসঙ্গত তিনি জানিয়েছেন, ‘যেখানে বাস্তবতা শেষ হয়, সেখান থেকেই কল্পনার আশ্রয় শুরু হয়। এক শিশু যখন তার বাস্তবের বাবা-মাকে নিজের কাছে পায় না, নিজের আপন কোনও বন্ধু যখন তার থাকে না, তখন সে আশ্রয় নেয় এক কাল্পনিক বন্ধুর। ‘খেলাঘর বাঁধতে লেগেছি’-র গল্পে তারই এক বাস্তব চিত্র ফুটে উঠবে।’

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই গল্পের মূল চরিত্র পাঁচজন- প্রবোধচন্দ্র (বয়স আন্দাজ ৭০), তার ছেলে অমিতাভ (৪০), অমিতাভের স্ত্রী হেম (৩৫/৩৭) ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ। প্রবোধচন্দ্র মুখোপাধ্যায় 'ক্ষীরোদাসুন্দরী সুইটস্‌'-এর প্রতিষ্ঠাতা, এখন কাজ থেকে অবসর নিয়েছেন। চরিত্রের মধ্যে একটা আভিজাত্য ও পরিশ্রমের ছাপ রয়েছে। মনে তার অতীতের স্মৃতি (প্রেম ও বিরহ) এখনও দগদগে। দুই নাতির প্রতি বিরাট স্নেহ। তিনি চান তার ছেলে ও বৌমা তার এবং নাতির সঙ্গে সময় কাটাক কিন্তু ছেলে ও বৌমা সে ক্ষেত্রে উদাসীন। বাড়ির এই শোচনীয় অবস্থা দেখে তিনি নিজেই এক আত্মগ্লানিতে ভুগতে থাকেন। তার একসময় সংসারের প্রতি উদাসীনতাই এর বিরাট কারণ। উনি নিজেও বুঝতে পারেন, সারাজীবন মানুষকে অভিনব মিষ্টির স্বাদের সঙ্গে পরিচয় করাতে গিয়ে, নিজের সংসারের মিষ্টতা তিনি হারিয়ে ফেলেছেন।

প্রবোধবাবুর একমাত্র পুত্র অমিতাভ, বাবার ব্যবসা থেকে অবসর নেওয়ার পর তিনিই এখন দোকানের দেখাশোনা করেন, কিন্তু সংসারের দেখাশোনা করেন না। বাড়ির লোকেদের প্রতি তার একদম সময় নেই, সম্ভবত তিনি পরিবারের প্রতি সময় দেওয়াকে সময় অপচয় বলে মনে করেন, তার চাইতে বিভিন্ন পার্টি বা সুন্দরী মেয়েদের জন্য সময় ব্যয় করেন। মূলত কোভিড-পরবর্তী সময়ে ব্যাবসা লাভের মুখ দেখার পর পরিবারের প্রতি সময়ের মূল্য আরও কমে গেছে; হয়তো অ্যাপয়েন্টমেন্ট করলে দেখার সুযোগ পাওয়া যাবে। স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হওয়া নিত্যদিনের ব্যাপার। স্ত্রীর প্রতি একসময় যে ভালোবাসা ছিল, সেটাও নিঃশেষ হয়ে গেছে। বাবা ও দুই ছেলের প্রতিও উদাসীন কিন্তু কখনও রাগ হলে আবার অতি সক্রিয় হয়ে ওঠেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...