মঞ্চ, ছোটোপর্দা এবং বড়োপর্দায় তিনি দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন নানারকম চ্যালেঞ্জিং চরিত্রে। অসংখ্য মানুষ তাই তাঁর অভিনয়ের ভক্ত। প্রতিষ্ঠিত এই অভিনেত্রী মানসী সিনহা অভিনয় থেকে পরিচালনায় এসেছেন সম্প্রতি। তাঁর পরিচালনায় ‘এটা আমাদের গল্প’ শীর্ষক ছবির শুটিং শেষ হওয়ার পর পোস্টার এবং মিউজিক লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। আগামী ১৯ এপ্রিল (২০২৪) হার্ডরক ক্যাফে-তে ছবিটির ট্রেলার লঞ্চ হতে চলেছে আনুষ্ঠানিক ভাবে।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। তবে এই ছবির গল্প শুধু দুটি মানুষকে কেন্দ্র করে নয়। আরও  অনেক চরিত্রের গল্প বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। যারা এখনও সম্পর্কে বিশ্বাস রাখেন, তেমন অনেক মানুষের গল্পে আধারিত এই ছবি। এই কাহিনিতে দুটি সম্পূর্ন ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশ প্রাধান্য পেয়েছে। আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, ভালোবাসাও কি তা পারে শেষ পর্যন্ত? কাহিনির প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দু’জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা, হাজার ঝড়ের মধ্যেও মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। এই জীর্ণ অবিশ্বাসী বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখেন যৌথ পরিবারে, তারা এখনও ভরসা রাখেন বিশ্বাসে। অবশ্য এরপর কী ঘটবে, তা জানতে হলে ছবিটা দেখতে হবে বলে জানিয়েছেন পরিচালক মানসী সিনহা।

মানসী-র ছবিটির শুটিং শেষ হয়ে সম্পাদনার কাজও শেষ হয়েছে। শ্বাশত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য ছাড়াও এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রূপ দিয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারিন জাহান, আর্য্য দাশগুপ্ত , পূজা কর্মকার, তপতী মুন্সি, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।  শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন লোকেশন-এ। ‘ধাগা প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত এই ছবিটি প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরা। সিনেম্যাটোগ্রাফার অম্লান সাহা। সম্পাদনায় অনির্বাণ মাইতি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...