ফেলু এবং বক্সী—এই দুটি শব্দের সঙ্গে বাংলার মানুষ আলাদা ভাবে পরিচিত হলেও, এবার এই দুটি শব্দ জুড়ে যেতে দেখবেন বাংলা ছবির দর্শকরা। কারণ, বড়োপর্দায় এবার দেখা যাবে ‘ফেলুবক্সী’ শীর্ষক একটি বাংলা ছবি এবং এই ছবির মুখ্য চরিত্রের নামও ‘ফেলুবক্সী’। অবশ্য ফেলু এবং বক্সী দুটি আলাদা বিখ্যাত গোয়েন্দা চরিত্র হলেও,‘ফেলুবক্সী’ ছবির পরিচালক দেবরাজ সিনহা জানালেন, তাঁর ছবির ‘ফেলুবক্সী’ আসলে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের একজন গোয়েন্দা।

আসলে দেবরাজের ‘ফেলুবক্সী’ ছবির গল্পটা মুখার্জি পরিবারের লোকজনকে ঘিরেই আবর্তিত হবে। একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের জন্য অনিমেষ মুখার্জি দায়িত্ব দেবেন তরুণ গোয়েন্দা ফেলুবক্সী-কে। আর দায়িত্ব পেয়ে ফেলুবক্সী তদন্ত  শুরু করবে তার তরুণী সহকারী দেবযানী-কে সঙ্গে নিয়ে। এরপর অবশ্য আরও তিনটি খুনের ঘটনা ঘটবে ওই এলাকায়। এই খুনগুলির পর গোয়েন্দা ফেলুবক্সী বুঝতে পারবে, শুধু পারিবারিক শত্রুতাই নয়, এই সমস্ত খুনের পিছনে আছে অনেক বড়ো চক্র।

আবার মুখার্জিবাবুর পুত্রবধূ লাবণ্য-র অসহায়তা, অন্য দিকে যাকে মুখার্জি পরিবারের লোকজনের আশেপাশে দেখা যায়, সেই গ্লোবাল বিজনেস টাইকুন মেঘনাদ চ্যাটার্জি-কে নিয়ে তৈরি হয় টানটান উত্তেজনা। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, তার সমাধান কীভাবে করবেন ফেলুবক্সী এবং দেবযানী, সেটাই এই ‘ফেলুবক্সী’ ছবির ক্লাইম্যাক্স বলে জানালেন পরিচালক দেবরাজ।

এই ছবিতে ‘ফেলুবক্সী’-র চরিত্রে সোহম চক্রবর্তী ছাড়াও, ফেলুবক্সী-র সহকারী ‘দেবযানি’-র চরিত্রে রূপদান করেছেন মধুমিতা সরকার। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন পরিমণি (বাংলাদেশ), শতাফ ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, মেঘ মল্লার, দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা সরকার, সৃজিত আয়ুষ্মান সরকার, পূজা সরকার, নিকুঞ্জ সরকার, অমিত পাল, নিপুণ মল্লিক, স্বাগতম এবং রৌনক ভট্টাচার্য।

‘ফেলুবক্সী’ ছবিতে আছে একটি টাইটেল সং। ‘যদি হই আমি তোমার’ শীর্ষক এই গানটি লিখেছেন এবং সুরারোপ করেছেন অদিতি বোস। কণ্ঠদান করেছেন রাজ বর্মন এবং শালিনি মুখোপাধ্যায়।

২০২৪ সালে শুটিং এবং এডিটিং শেষ হওয়া এই ছবিটির টিজার এবং মিউজিক লঞ্চ করা হল সম্প্রতি দক্ষিণ কলকাতায় অবস্থিত অভিজাত এক ক্লাবে। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ছাড়াও, এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গায়িকা সোমলতা আচার্য। ২০২৫ সালের ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ বড়োপর্দায় বাণিজ্যিক ভাবে মুক্তি পাবে বলে জানানো হয়েছে আনুষ্ঠানিক ভাবে। ‘হিমানি ফিল্মস’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সন্দীপ সরকার। সহযোগিতায় আছে ‘মিডিয়ানেক্সট এন্টারটেইনমেন্ট’।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...