এখন ঘরে ঘরে বহু মহিলাই চাকরি করেন বা ব্যাবসা। সংসার সামলানোই Working Mother-দের একমাত্র কাজ নয় এখন। বরং তারা দশভূজার মতোই ঘর-বাইরে দুটোই নিরন্তর সামলে ফেলেন। কিন্তু এত কিছু করতে গিয়ে অনেকসময়ই নিজের খাওয়াদাওয়ার দিকে মন দেওয়া যায় না।

সারাদিনের কাজে শক্তি পেতে হলে চাই পুষ্টিকর টিফিন৷ তাই খিদেকে অবহেলা না করে বাড়িতে বানিয়ে ফেলুন এই পদ, Lunch pack –এর জন্য৷

আজও Working Mother-দের জন্য রইল এরকমই কিছু Tiffin Recipes,যা বহু কর্মরতা মহিলাকেই সাহায্য করবে বলে আমরা নিশ্চিত।

 

ওটস উত্তাপম

উপকরণ : ১ কাপ ওটস্, ১ বড়ো চামচ সুজি, ১ ছোটো চামচ ঘি।

উত্তাপমের জন্য : তৈরি করা ওটস মিক্সচার, জল, ৩/৪ কাপ টক দই, ১ বড়ো চামচ তেল, ১/২ ছোটো চামচ বেকিং সোডা, নুন স্বাদমতো।

টপিং-এর জন্য : ১/২ ছোটো চামচ ধনেপাতাকুচি, ১টা পেঁয়াজ কুচি করা, ১টা টম্যাটো কুচি করা, ২টো কাঁচালংকা কুচোনো, ৬-৮টা কারিপাতা।

প্রণালী (ওটস্ মিক্সচার-এর জন্য) : প্যান গরম করে মিডিয়াম আঁচে ওটস ১ মিনিট ভাজুন। এবার এর সঙ্গে সুজিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে একটা পাত্রে রাখুন।

উত্তাপম বানানোর জন্য : একটা বোল-এ ওটস মিক্সচার যেটা গ্রাইন্ড করেছেন, সেটা ঢেলে নিন। জল আর দই মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার এতে অল্প তেল, বেকিং সোডা মিশিয়ে নিন। একটা ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে উত্তাপমের মিশ্রণ ঢেলে দিন। একটু সমান ভাবে চারিয়ে দিন হাতার সাহায্যে। একটা ঢাকা দিয়ে উত্তাপম রান্না হতে দিন।

এবার টপিং-এর উপকরণ যেমন পেঁয়াজ, টম্যাটো, ধনেপাতা, কাঁচালংকা, কারিপাতা সব মিশিয়ে নিন। এই উপকরণগুলো উত্তাপমের উপর ছড়িয়ে দিন। এবার উত্তাপমটা উলটে দিন যাতে অন্যপিঠটাও রান্না হয়ে যায়। সার্ভিং প্লেটে চাটনি সহযোগে পরিবেশন করুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...