নবজাতক শিশুদের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয় ঋতুবদলের সময়।তারা নির্দিষ্ট একটি বয়সে না পৌঁছোনো পর্যন্ত,মায়েদেরই শিশুর যত্ন নিতে হয়।শীতের মরশুমে তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন, কারণ এইসময় তাপমাত্রা হ্রাস পায়, যার সঙ্গে শিশুদের মানিয়ে নিতে একটু সময় লাগে। তাই ওদের সুরক্ষিত রাখা এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলি যাতে ভালোভাবে সচল থাকে, তা দেখা মায়েরই কাজ।

শীতবস্ত্র শরীরের তাপমাত্রা যথাযথ ভাবে বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। তাই শীতের পোশাক শিশুকে পরান, কিন্তু অতিরিক্ত জামাকাপড়ে মুড়ে ওর অস্বস্তি বাড়াবেন না।এছাড়া খেয়াল রাখুন, শীতের সময়, জীবাণু ও ভাইরাসগুলি ছড়িয়ে পড়ে এবং সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শিশুদের Immunity power কম থাকে বলে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

শীত হল Flu- এর মরসুম। বছরের এই সময়টি যখন  Virus  সহজেই ছড়িয়ে পড়ে এবং যে-কোনো সময় ও যে-কোনো ব্যক্তিকে আক্রমণ করে। বাচ্চাদের প্রতি তাই বিশেষ করে যত্নশীল হওয়া উচিৎ।

ইনফ্লুয়েঞ্জা এবং ব্রঙ্কিওলাইটিস, ক্রোপ, পাশাপাশি রাইনোভাইরাস, শ্বাস প্রশ্বাসের সংবেদনশীল বিভিন্ন ভাইরাস, যা শ্বাসযন্ত্রের ট্র্যাক্টকে প্রভাবিত করে এবং কাশি ও শ্বাসকষ্টের গুরুতর অসুখ তৈরি করে- এগুলিই শীতকালীন গুরুতর সমস্যা।

শীতকালে যে-সংক্রমণ ঘটে তার বেশিরভাগেরই সুস্পষ্ট লক্ষণ থাকে, যা তাদের চিহ্নিত করা সহজ করে তোলে। আপনার শিশুর যদি সংক্রমণ হয় তবে আপনি তার মধ্যে লক্ষণগুলি পরিষ্কার বুঝতে পারবেন।আপনার শিশুকে ভালো করে ম্যাসাজ করুন এই সময়। ম্যাসাজ করার মূল কাজটি হল, দেহের মধ্যে রক্ত ​​প্রবাহকে উদ্দীপিত করে এবং সুস্থতার বোধকে বৃদ্ধি করা– যা পরোক্ষ ভাবে শিশুর সক্রিয়তা বাড়ায়। Massage করার জন্য ভালো Massage oil ব্যবহার করুন এবং তাকে আলতো ভাবে ম্যাসাজ করুন। এরপর স্নানের সময় উষ্ঞ জল ব্যবহার করুন।

আপনার বাচ্চাকে উষ্ণ রাখার জন্য ভারী কম্বল দিয়ে ঢাকবেন না। আপনার ছোট্ট শিশুটিকে আরাম দেওয়ার এটি সর্বোত্তম উপায় বলে মনে হতে পারে, তবে এটি তাকে উষ্ণ রাখার সবচেয়ে নিরাপদ উপায় নয়। আপনি যদি নিজের ছোট্ট শিশুটিকে উষ্ণ রাখার জন্য ভারী কম্বল ব্যবহার করেন, তবে সে তার হাত-পা অবাধে নাড়াচাড়া করতে পারবে না। এবং এটি করার চেষ্টা করার সময়, সে কম্বলটি নিজের মুখের উপরে টানতে পারে, যা এসআইডিএসের ঝুঁকি বাড়িয়ে তুলবে। অতএব, একটি হালকা কম্বল ব্যবহার এবং ঘরের তাপমাত্রা সর্বোত্তম রাখার চেষ্টা করুন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...