অস্থি প্রতিস্থাপন অস্ত্রোপচার-এ (জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি) ব্যবহৃত ‘CUVIS’ নামের উচ্চক্ষমতা সম্পন্ন রোবট এক মিলিমিটারেরও ক্ষুদ্র অংশে নির্ভুলভাবে কাজ করে। এই ধরণের রোবটের দ্বারা হাঁটু প্রতিস্থাপন পূর্ব ভারতে প্রথম নিয়ে এল কলকাতার বেল ভিউ ক্লিনিক। এই অস্ত্রোপচারে ন্যূনতম কাঁটাছেঁড়ার প্রয়োজন হয় এবং হাড়ের অস্ত্রোপচারও হয় মসৃণভাবে। এই চিকিৎসা পদ্ধতি টিস্যুর ওপরে চোট রোধ করে, রক্তক্ষরণ কমায় এবং অস্ত্রোপচার পরবর্তী ব্যথা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, এক্ষেত্রে ন্যুনতম হস্তক্ষেপের কারণে এই অস্ত্রোপচার থেকে সংক্রমণের সম্ভাবনা প্রায় নেই।

বিশ্বের প্রথম এই ধরণের ব্যবস্থা- কিউভিস রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট পদ্ধতিতে অস্ত্রোপচারের সমস্ত ধাপ নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে। এই অস্ত্রোপচারের সময় রোবটটি নিয়ন্ত্রিত হবে সার্জেনের হাতে থাকা রিমোটের মাধ্যমে। এই ব্যবস্থাতে সংযুক্ত একটি স্বয়ংক্রিয় রোবোটিক বাহু রয়েছে যা প্রাক পরিকল্পনা, সিমুলেশন, অস্ত্রোপচারের আকার এবং অবস্থা, অস্ত্রোপচার পূর্বের প্রস্তুতি ইত্যাদি বিশ্লেষণ করে এবং একেবারে ত্রুটিশূন্য ভাবে সমস্ত পরিকল্পনা অনুযায়ী এই কিউভিস রোবট একটি অস্ত্রোপচার নির্ভুলভাবে সম্পন্ন করে।

CUVIS active robotic knee surgery
Dr. Santosh Kumar

প্যাসিভ রোবোটিক সার্জারি-র চেয়ে কেন এই কিউভিস অ্যাক্টিভ রোবোটিক পদ্ধতি সেরা, তার ব্যাখ্যা করেন ডা. সন্তোষ কুমার। তিনি জানিয়েছেন, ‘এই কিউভিস সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং সক্রিয় রোবট। এটি অস্ত্রোপচারের প্রাক্‌-পরিকল্পনা, প্রয়োজনীয় বিভিন্ন পরিস্থিতির পর্যালোচনা, ইমপ্ল্যান্টের পূর্বের আকার এবং অবস্থান নির্ধারণের মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুতির অনুমতি দেয়। এতে সার্জেন প্রকৃত অস্ত্রোপচারের পূর্বেই রোগীর হাঁটুর ভারসাম্য অনুধাবন করতে পারেন। সেইসঙ্গে, এই পদ্ধতি রোগীর নিরাপত্তা নিশ্চিত করে অনেকটাই। এটি হাড়ের ‘রিয়েল টাইম’ নিরীক্ষণের অনুমতি দেয় এবং এই রিয়েল টাইমের ফিডব্যাক জেনারেট করে। এই নিরাপত্তা ব্যবস্থাগুলি প্যাসিভ রোবট দ্বারা নিয়ন্ত্রিত অস্ত্রোপচার বা অন্যান্য হাঁটু প্রতিস্থাপনের সার্জারিতে পাওয়া যায় না। কিউভিস জয়েন্ট রোবোটিক সিস্টেমের রিয়েল টাইম মনিটরিং এবং ফিডব্যাক মেকানিজ়ম দ্বারা যে কোনও ধরণের মানবিক ত্রুটি শূন্য করে সামগ্রিক পদ্ধতিটির সফলতা নিশ্চিত করে। এটি এক মিলিমিটারের (১-১০তম পর্যন্ত) অর্থাৎ সাব-মিলিমিটারের ন্যানো পরিমাপ একেবারে নির্ভুলভাবে নিশ্চিত করে। মনে রাখতে হবে, মানুষের চোখ কিন্তু ১ মিলিমিটারের চেয়ে কাছাকাছি দু’টি বিন্দুকে পৃথক করতে পারে না।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...