সম্প্রতি সারা পৃথিবী জুড়ে আবার নতুন করে বাড়ছে করোনার সংক্রমন। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট Omicron এখন ত্রাস হয়ে উঠছে৷বলা হচ্ছে  ভারতে সংক্রমণের ৭৫ শতাংশই নাকি ওমিক্রনের দ্বারা সৃষ্ট৷ বিশ্বের বিভিন্ন দেশ এই ভ্যারিয়ান্ট নিয়েই এখন জেরবার।

এই নতুন ভ্যারিয়ান্টটি প্রথম সনাক্ত করা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ধীরে ধীরে সংক্রমণের হার বাড়তে বাড়তে এখন বেশ কয়েকটি দেশে প্রবেশ করেছে এই নতুন ভ্যারিয়ান্ট । হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাত The World Health Organisation নতুন এই ভ্যারিয়ান্টের বিরুদ্ধে প্রতিটি রাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে যে এটি খুবই উচ্চ ঝুঁকি সম্পন্ন ভ্যারিয়ান্ট। খুব দ্রুত হারে এটি বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি করতে সক্ষম।

Delta Variant -এর থেকেও ভয়ঙ্কর Omicron variant। আরও বেশি সংক্রামক এবং আরও দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনার এই নয়া প্রজাতি৷ কিন্তু কতটা ক্ষতিকারক করোনার এই নয়া চরিত্র? কী ভাবেই বা বুঝবেন ওমিক্রন সংক্রমণ ঘটেছে আপনার শরীরে।আগে আতঙ্কিত না হয়ে বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করুন৷

Omicron Symptoms সম্পর্কে জানুন

চিকিৎসকদের মতে ওমিক্রনের কিছু লক্ষণ রয়েছে যা সাধারণ কোভিড-এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। যদিও আক্রান্তদের মধ্যে ওমিক্রনের লক্ষণ হালকা এবং কিছু রোগী হাসপাতালে ভর্তি না হয়েই সুস্থ হয়ে উঠেছেন।

ওমিক্রন দ্বারা সংক্রামিত রোগীর চরম ক্লান্তি, গলা ব্যথা, পেশী ব্যথা এবং শুকনো কাশির মতো সমস্যা রয়েছে। শরীরের তাপমাত্রা বেড়ে যায়।  কারও কারও ক্ষেত্রে জ্বর তেমন থাকে না৷

সবথেকে গুরুত্বপূর্ণ Delta আক্রান্তদের মতো Omicron আক্রান্তদের কেসে এখনও পর্যন্ত স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার ঘটনা ঘটেনি। এমনকী করোনা আক্রান্তের কেসে এতদিন সবথেকে চিন্তার বিষয় ছিল রক্তে অক্সিজেন লেভেল হঠাৎ নেমে যাওয়া, এই new variant-এর ক্ষেত্রে তাও হয়নি। এই প্রজাতির ক্ষেত্রে উপসর্গ না-ও দেখা দিতে পারে। অতএব, এতটুকু শৈথিল্যকে প্রশ্রয় না দিয়ে  কঠোরভাবে কোভিডবিধি মেনে চলার কথাই বলা হচ্ছে হু-র তরফে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...