Pregnancy-র সময়ে ছোটোখাটো শারীরিক অসুবিধে লেগেই থাকে৷ বিশেষ করে আপনি কর্মরতা হলে একটু সতর্ক থাকা জরুরি৷ কিন্তু সাধারণ অস্বস্তিগুলো নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা না করে, নিজের একটা রুটিন কেয়ার নেওয়া শুরু করুন৷

অনেক মহিলারই এই সময় শরীরে ব্যথার অনুভতি থাকে। এছাড়া বাচ্চা গর্ভে যত বড়ো হতে থাকে, মায়ের শরীরে অস্বস্তি বাড়তে থাকে। এ সময় ঘুম কম হওয়াটা স্বাভাবিক।আমাদের পরামর্শ হল, ঘুমোতে যাওয়ার আগে ফুল বডি মাসাজ করান। এছাড়া ডায়েটও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকসময় সঠিক খাদ্যগ্রহণ না করার ফলেও শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত সঠিক ডায়েট গ্রহণ করুন।

Pregnancy Diet

এই সময় আপনার আহার সুষম হওয়া খুব জরুরি। এতে গর্ভস্থ সন্তানেরও উপকার হবে।পর্যাপ্ত তাজাফল, শাকসবজি, বনস্পতি তেল, সুজি, ডাল, ডিম, দুধ, পনির, ছোটো মাছ, পরিমাণমতো চিকেন এসব ডায়েট-এ সামিল করুন। দৈনিক ৮-১০ গেলাস জল অবশ্যই পান করুন। এতেও ন্যাচারাল ক্লিনজিং হয়, ত্বকও পরিষ্কার দেখতে লাগে। প্রেগন্যান্সির সময় যা যা আপনি খাবেন, তার সরাসরি প্রভাব ত্বকে পড়ে। তাই, স্কিন হেলদি যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন।

Vitamin- নিজের যত্ন

ভিটামিন গ্রহণ করা এসময় খুবই প্রয়োজন। গর্ভধারণ করার পর শরীরে ভিটামিন-এর ঘাটতি দেখা দিতে পারে। এতেও শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। ফল, সবজি, গাজর, সবুজ শাকপাতা, ছোটো মাছ, বাদাম তেল, ডিম, ভিটামিন-এর ভালো সূত্র। ট্যাবলেট আকারে ভিটামিন বি গ্রহণ করাও জরুরি। কারণ এই ভিটামিন রক্ত সঞ্চালনে সাহায্য করে।

ভিটামিন বি-এর অভাবেও ত্বক অনুজ্জ্বল দেখায়। কাঁচা সবজির স্যালাড, মাছ, ডিম প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন। ত্বকের জন্য বিশেষ ভাবে জরুরি ভিটামিন সি। এর ব্যবহারে ত্বকের ঢিলে ভাব রোধ হয়। ত্বক বহুদিন পর্যন্ত যৌবনে ভরপুর থাকে। টকজাতীয় ফল, যেমন লেবু, স্ট্রবেরি, সবুজ পাতাযুক্ত সবজি, টম্যাটো, আমলকী অবশ্যই খান।

পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-ই গ্রহণ করুন। এটাও ত্বক ও চুল ভালো রাখতে সহায়ক। এর ঘাটতিতে অসময়ে মুখে রিংকল্স দেখা দেয়। সবুজ শাকসবজি, বনস্পতি তেল এসব যেমন খাবেন, তেমন একটি করে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে ক্রিমের সঙ্গে মাসাজ করুন ত্বকে। এতে আপনার ত্বকের স্বাভাবিক জেল্লা অক্ষুণ্ণ থাকবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...