স্প্যাস্টিক সেরিব্রাল পালসি, একটি সঞ্চালন ব্যাধি যা স্বাভাবিকভাবে পেশির সঞ্চালন ব্যহত করে। যার ফলে রোগীর সমস্যার সৃষ্টি হয়। সীমিত গতিসঞ্চালন, দৈনিক জীবনযাত্রা ব্যহত হওয়া এবং ঘুমের বিশৃঙ্খলা– এসবগুলি স্প্যাস্টিক রোগীদের জীবনযাত্রার উপর অসম্ভব প্রভাব ফেলে, যার ফলে স্বাভাবিক কাজকর্মগুলিও হয়ে ওঠে কঠিন।

এই রোগে আক্রান্তরা কী ধরনের সমস্যার শিকার হন?

স্প্যাস্টিক সেরিব্রাল পালসি হল, পেশির চরম দৃঢ়তা এবং ব্যথাযুক্ত খিঁচুনিসহ শিথিলসঙ্কল্প গতির বিশৃঙ্খলা, যা অনেক পরিমাণে রোগীর জীবনের মানের অবনতি ঘটায়। যেসব রোগীর মধ্যে স্প্যাস্টিক সেরিব্রাল পালসি আছে, তারা কেবলমাত্র শরীর কুঁকড়ে যাওয়া এবং অঙ্গবিকৃতির দ্বারা আক্রান্ত হন না, তার সঙ্গে খিঁচুনি-সংক্রান্ত ব্যথাতেও আক্রান্ত হন, যা তাদের আরও বেশি নিস্তেজ করে দেয়। ব্যথাপূর্ণ খিঁচুনির সঙ্গে অন্যান্য অবস্থাগুলি কখনও কখনও এত চরমে ওঠে যে, রোগী ব্যথায় কেঁদে ফেলেন। এটি হয় যখন পেশি অস্বাভাবিকভাবে দৃঢ় হয় এবং পেশি উপরদিকে বাড়তে থাকে। এই ব্যথাপূর্ণ অবস্থাকে বলা হয় ফ্লেক্সর স্প্যাজমস।

স্প্যাস্টিক সেরিব্রাল পালসিতে আক্রান্তরা চিকিৎসায় সম্পূর্ণ সেরে ওঠেন কি?

স্প্যাস্টিক সেরিব্রাল পালসিকে সম্পূর্ণভাবে সারানো যায় না, কিন্তু কার্যকরিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ব্যাসলোফেন হল পালসি নিয়ন্ত্রণ করার জন্য সবথেকে বেশি কার্যকরি খাওয়ার ওষুধ। ব্যাসলোফেন নিউরোফ্লেক্স পাথওয়েসের মধ্যে প্রতিরোধ তৈরি করে এবং ব্লাড ব্রেনের বাধা অতিক্রম করে শিরদাঁড়ার উপর কাজ করে।

অবশ্য ব্যাসলোফেনের সঙ্গে সংশ্লিষ্ট হল দৃঢ় পার্শ্ব-প্রতিক্রিয়া, যেমন ওষুধের বাধা-নিষেধ, মাথাঘোরা, দুর্বলতা, প্রভৃতি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেইসঙ্গে দীর্ঘদিন এই ওষুধের ব্যবহার থেকে মানুষের শরীরে এই ওষুধটির কার্যকারিতার প্রতি প্রতিরোধকতা তৈরি হতে পারে। কিন্তু এই সব পার্শ্ব-প্রতিক্রিয়া সত্ত্বেও, ব্যাসলোফেন চরম স্প্যাস্টিসিটি নিয়ন্ত্রণের জন্য সর্বাধিক ব্যবহৃৎ ওষুধ। কেবলমাত্র রিহ্যাবিলিটেশন (ফিজিওথেরাপি) পদ্ধতি যথেষ্ট উপকার করতে পারে না।

এই অসুখ থেকে মুক্তি পাওয়ার আর কোনও পথ খোলা আছে কী?

আছে। জরুরি সময়ের জন্য এমন উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতির প্রয়োজন, যেটি এই সমস্যা সমাধানের জন্য হবে অপ্রতিরোধ্য। সম্প্রতি স্প্যাস্টিসিটির মতো অবস্থার নিয়ন্ত্রণের জন্য এমন এক ইন্ট্রাথেক্যাল পাম্প সিস্টেমের উদ্ভাবন হয়েছে, যেটি মেরুদণ্ডে ওষুধ যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। ইন্ট্রাথেক্যাল ব্যাসলোফেন বা ‘আইটিবি’-র প্রয়োগের ফলে ব্যাসলোফেনের প্রতিক্রিয়া সর্বাধিক করে এবং পার্শ্বপ্রতিক্রিয়া কম করে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...