দীপাবলি একটি জনপ্রিয় উৎসব, যা সারা বিশ্বে উদযাপিত হয়। আলোক উৎসব নামেও পরিচিত এই উৎসব কার্তিক মাসের অমাবস্যার রাতে উদযাপিত হয়। এই উৎসবে শহর ও গ্রামগুলি প্রদীপের আলোয় আলোকিত হয় এবং আকাশ জুড়ে আতশবাজি ছড়িয়ে পড়ে। কিন্তু সমস্ত উৎসাহ এবং আনন্দের মধ্যেও, এই সময় এমন সতর্ক থাকা উচিত, যাতে আপনার এবং অন্য কারওর কোনও ক্ষতি না হয়।

Stay healthy and safe during the Festival of Lights
Dr. Anchal Mitra

দিশা আই হসপিটাল-এর কনসালট্যান্ট পেডিয়াট্রিক এবং কমপ্রিহেনসিভ অপথালমোলজি সার্ভিসেস-এর ডা. আঁচল মিত্র-র পরামর্শ---

সতর্কতা

  • যদি কোনও স্প্লিন্টার (অথবা গরম এবং জ্বলন্ত কিছু) চোখে পড়ে, তাহলে দ্রুত (কয়েক সেকেন্ড-এর মধ্যে) পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কলের জল, পানীয় জল--- যে কোনও পরিষ্কার জল  চলবে। সম্ভব হলে আপনি বরফ বা ঠান্ডা কম্প্রেসও লাগাতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ মতো উপযুক্ত চিকিৎসা করাও দরকার।
  • আলোর উৎসবের এই সময় সাধারণ চশমা (পাওয়ার ছাড়া) পরা উচিত, যা আপনার চোখকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। যখন বিপজ্জনক উপায়ে পটকা ফাটানোর চেষ্টা করে কেউ, তখনই দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত বোকামি। অনেক সময় দেখা যায়, কোনও পটকা প্রথমে ফাটে না এবং তারপরে কেউ আবার এটি জ্বালানোর চেষ্টা করে, তখন অনেক সময় এটি হঠাৎ মুখে কিংবা হাতে ফেটে যায়। বছরের পর বছর ধরে দীপাবলির সময় এগুলি শত শত গুরুতর আঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এগুলি নিষিদ্ধ করা উচিত।
  • শব্দের প্রভাব কিংবা অতিরিক্ত শব্দের জন্য কাচের বোতল, টিন, বাক্স, অথবা মাটির পাত্র দিয়ে বাজি ঢেকে রাখবেন না। এগুলো ফেটে ছোটো ছোটো টুকরো হয়ে যেতে পারে এবং আশেপাশে উড়ে যাওয়ার সময় আপনার চোখকে চিরতরে ক্ষতিগ্রস্ত করতে পারে। আকাশের নীচে খোলা জায়গায় এগুলো ফাটান।
  • যেসব বাজি ফাটেনি, তার কাছে যাবেন না। দূর থেকে দেখলে দ্রুত নিভিয়ে ফেলার চেষ্টা করুন।
  • যদি আপনি কন্টাক্ট লেন্স পরে থাকেন, তাহলে বাজি ফাটাতে যাবেন না, কারণ দীর্ঘ সময় ধরে উচ্চ তাপে রাখলে কন্টাক্ট লেন্সযুক্ত চোখ দুটিকে, চোখে জ্বালা হতে পারে এবং বড়ো ক্ষতি হয়ে যেতে পারে।
  • চোখে আঘাত লাগলে চোখ ঘষবেন না কিংবা চোখে এবং চোখের আশেপাশের অংশে হলুদ গুঁড়ো, নারকেল তেল ইত্যাদির মতো ঘরোয়া প্রতিকার ব্যবহার করবেন না। চোখের ভিতরে যদি কোনও ক্ষুদ্র কণা থাকে, তাহলে ঘষলে আরও খারাপ হতে পারে। পরিবর্তে, প্রায় ১০ মিনিট ধরে পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • রঙ্গোলি তৈরির পর বা আতশবাজি ধরার পর চোখ স্পর্শ করার আগে সবসময় হাত ধোয়া বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে ভুলবেন না। রং, চক পাউডার, পটকায় থাকা বারুদ এবং রাসায়নিক পদার্থ চোখে জ্বালা, চুলকানি এবং কিছু ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি করতে পারে।
  • আতশবাজি দেখতে আকর্ষণীয় এবং উজ্জ্বল হলেও, এগুলি থেকে দূরে থাকাই ভালো। ছোটো বাচ্চাদের পটকা জ্বালাতে দেবেন না। যদি তারা পটকা ফাটায়, তাহলে বড়োদের উপস্থিতি এবং সতর্কতা আবশ্যক।

Stay healthy and safe during the Festival of Lights
Dr. M S Purkait

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...