শিশুদের করোনা ভাইরাস-এর ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় কম। তবে শিশুদের ক্ষেত্রে উপসর্গগুলি খুবই কম থাকে। অনেক ক্ষেত্রে বোঝার উপায় থাকে না । আর তাই চিকিৎসকের কাছেও সঠিক সময়ে যাওয়া হয় না। শিশুরা যেহেতু মা-বাবা, ঠাকুরমা, দাদুর কাছেই বেশিরভাগ থাকে-- সেক্ষেত্রে  শিশুদের থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে মা-বাবা এবং ঠাকুমা,দাদুর। বয়সের কারণে ঠাকুরমা, দাদুর  ঝুঁকি অনেকটাই বেশি।তাই খুব ছোটো বাচ্চাদের সাবধানে রাখার দায়িত্ব মা-বাবাকেই নিতে হবে৷ বারেবারে শিশুর হাত ধুয়ে দিতে হবে৷ মনে রাখবেন বড়োদের মতো বাচ্চাদেরও স্যানিটাইজেশন একান্ত জরুরি৷

একদম ছোটো  শিশুরা যারা হামাগুড়ি দেয় এবং মুখে আঙুল দেওয়ার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মা-বাবাকেই। বাড়িতে শিশু থাকলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবশ্যই বাড়তি নজর দিতে হবে।প্রতিদিন মেঝে লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে৷শিশু যেখানে বসবে বা হামা দেবে, সেই জায়গা আগে থেকেই স্যানিটাইজ করে রাখুন৷

করোনা ভাইরাসকে  এখনও পর্যন্ত ফুড বোর্ন  বা খাদ্য বাহিত বলছে না ‘হু’ , কিন্তু ফুড সেফটি মেজার বজায় রাখতে হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে বাড়িতে শিশু থাকলে। খাবার যে-পাত্রে থাকবে, সেই জায়গাটি যেখানে শিশু বসে খাবে, আপনার নিজের হাত এবং খাবারের পাত্র যেখানে থাকবে সেই জায়গাটিও পরিষ্কার করতে হবে।

শিশুরা করোনা ভাইরাসে অপেক্ষাকৃত অনেক কম আক্রান্ত হলেও, বলা হচ্ছে শিশুরা করোনা ভাইরাসের নীরব শিকার।তাই এই রোগ-ব্যাধির পরিবেশে শিশুর পুষ্টির বিষয়ে সচেতন হোন৷পুষ্টির অভাব হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। অসুখ-বিসুখ লেগেই থাকবে।শিশুকে সুস্থ রাখতে পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলে, পরিমাণ মেনে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ান৷

একটু বড়ো শিশুদের ক্ষেত্রেও করোনা ভাইরাসের পরোক্ষ প্রভাব পড়ছে৷ দীর্ঘদিনের আবদ্ধ অবস্থার ফলে শিশুর সব ধরনের বিকাশ বাধাগ্রস্ত করছে।শিশু যখন হাঁটতে শেখে, কথা বলতে শেখে, দৌড়াতে শেখে, ছবি আঁকে বা নাচে তখন আমরা বুঝি এগুলি হল শিশুর বিকাশের অঙ্গ।বাইরে বেরোলে শিশু এটা ওটা চিনতে শেখে, গাছপালা ফুল পাখির সঙ্গে তার পরিচয় হয়৷ শিশুরা এখন পার্কে গিয়ে খেলা করার পরিবেশ থেকে বঞ্চিত৷ফলে তার বেড়ে ওঠা এবং বুদ্ধির বিকাশ এই পরিস্থিতিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া শিশুর সময় কাটানোর জন্য আরেকটা শিশুর দরকার হয়।সেই মেলামেশার পথও সম্পূর্ণ ভাবে বন্ধ হয়েছে৷ তাই শিশুদের ক্ষতিগুলি অনেকটাই পরিবেশেগত ভাবে নিশ্চুপে ঘটে চলেছে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...