কাঠের ফ্লোরিং-এ যেমন থাকে আভিজাত্যের ছোঁয়া তেমনই ইন্টিরিয়রও এর প্রয়োগে দেখতেও গ্ল্যামারাস লাগে। এমন বহু পুরোনো বাড়ি অথবা স্কুলবাড়ি, হোটেলের দেখা মেলে যা হয়তো আজ ইতিহাসের পাতাতে নিজেদের নাম লিখিয়েছে– অথচ আশ্চর্য, এই সব পুরোনো বাড়ি, হোটেল, স্কুলের কাঠের পুরোনো মেঝে, কাঠের সিঁড়ি তাদের পুরোনো ঐতিহ্য আজও বহন করে চলেছে। তাদের সৌন্দর্য এতটুকুও ম্লান হয়নি। কাঠের ফ্লোরিং-এর বিশেষত্ব এটাই।
পুরোনো দিনের এই কনসেপ্টটাই সামান্য অদলবদল করে বেছে নিচ্ছে, আজকাল যারা বাড়ি অথবা ফ্ল্যাট বানাচ্ছে। বেডরুম, ড্রয়িংরুম সাজ বদলাচ্ছে। লাল সিমেন্ট, মোজাইক, সাদা সিমেন্টের মেঝে লুপ্তপ্রায়। মার্বেল, গ্র্যানাইট, উড্ ইত্যাদির কদর বেড়ে চলেছে। কাঠের রং বাড়ির সজ্জার সঙ্গে এতটাই মানানসই হয় যে, ঘরের লুক হয় লা-জবাব।
বহু প্যাটার্নের উডেন ফ্লোরিং বাজারে আজ পাওয়া যায়। যদি কেউ মনে করেন বাড়িকে একটু অন্যভাবে সাজাবেন তাহলে অবশ্যই বাছুন কাঠের ফ্লোরিং।
কার্ভড ডিজাইনঃ কাঠের উপর এই প্যাটার্ন দেখতে অসম্ভব সুন্দর লাগে। এটি এক ধরনের আর্ট-ফর্ম। বহুদিন পর্যন্ত এই ফ্লোরিং কোনও কিছুতেই নষ্ট হয় না। রোদে ফ্লোরিং-এর রং আরো উজ্জ্বল হয়ে ওঠে।
পারকিউট প্যাটার্নঃ এই ধরনের ফ্লোরিং-এর প্যাটার্ন ঘরকে দেয় ওয়ার্ম লুক। দাবার বোর্ডের মতো বক্স ডিজাইনে এটি পাওয়া যায়। বক্সের একটির রং হালকা হলে অপরটি হয় ব্রাইট কালারের।
হিরিংবোন প্যাটার্নঃ এই ধরনের প্যাটার্ন জিগজ্যাগ ডিজাইনের হয়ে থাকে। এই ফ্লোরে সজ্জিত ঘরের একটা সৌন্দর্য চোখের পক্ষে আরামদায়ক। কাঠের ক্রিম রং-টি এতটাই সোবার হয় যে দেয়ালে ব্যবহার করলেও ঘরের মনোরম শোভা বৃদ্ধি করে।
পেরিমিটার বর্ডার প্যাটার্নঃ ঃ আপনার ঘরের ফ্লোরের বর্ডার-কে আউটলাইন করার জন্যে এই প্যাটার্নের উড সিলেক্ট করা হয়। এটি ঘরের ফর্মাল লুক নিয়ে আসে। যদি ফ্লোরের ক্ষেত্রে আপনি কোনও ডিজাইন না চান, তাহলে এই প্যাটার্নের ফ্লোরিং যথোচিত হবে বলেই মনে হয়।
খুব সহজে লাগাতে পারবনঃ এখন উডেন ফ্লোরিং-এর ট্রেন্ড চলছে। বেশিরভাগ মানুষই যারা বাড়ি অথবা ফ্ল্যাট কিনছেন, কাঠের ফ্লোর অপ্ট করছেন। কাঠের ইনসুলেশন ক্ষমতা বেশি থাকার জন্যেই কাঠের ফ্লোর খুব টেকসই হয়।