দোলের উৎসবের সঙ্গে আনন্দ, রং খেলা, আবির লাগানো, বাচ্চাদের ছোটাছুটি হইচই ও হুল্লোড়ও জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গী ভাবে। পাড়া-প্রতিবেশীর আসা যাওয়া, আত্মীয়স্বজনের আসা, ছোটোদের কোলাহল এসব তো আছেই সঙ্গে চলবে খাওয়া-দাওয়া, মিষ্টিমুখ। কিন্তু দোলের আনন্দে মত্ত হয়ে আমরা বেশিরভাগ সময় একটু অসতর্ক হয়ে পড়ি। বাড়ির ভিতরেও আমরা রং ছোঁড়াছুঁড়ি করে ফেলি অনেক সময়, এছাড়াও বাচ্চারাও বালতিতে রং গোলা থেকে শুরু করে পিচকিরিতে রং ভরে ভরে বাড়ির সকলের গায়ে রং দেওয়া থেকে শুরু করে বাইরে বেরিয়েও রং দিতে মত্ত হয়ে পড়ে। আগে থেকে বাচ্চাদের সাবধান করে রাখলেও কাজের সময় বাড়ির ভিতর রং না খেলার অনুরোধ তাদের আর মনে থাকে না। তাই বড়োরা সাবধান থাকলেও বাচ্চাদের কারণে বাড়ির ভিতরেও মেঝে, বিছানার চাদরে, পর্দায় সবেতেই রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মোট কথা, দোল খেলার পরে বাড়ি অপরিষ্কার হবেই। সুতরাং দোল খেলার পর বাড়ি পরিষ্কার করার কিছু টিপস এখানে দেওয়া হল।
বিছানায় বা পর্দায় রং বা আবির লাগলে
প্রথমে লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে নেবেন। একটি পেস্ট তৈরি করে নিতে হবে। কাপড়ের যেখানে রং লেগেছে, সেখানে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন। তারপর দাগ রিমুভিং ডিটারজেন্ট নিয়ে কেচে নেবেন।
মেঝেতে রং লাগলে
দোলের দিন জলে গোলা রং ও আবির দুটোই ব্যবহার হয়ই। তার উপর এইসব রঙে এখন নানা কেমিক্যালও মেশানো থাকতে পারে। বাড়ির ভিতরে রং খেললে বা এতটুকু রং যদি মেঝেতে পড়েও যায় তার দাগ মেঝেতে লেগে যায় আর তা সহজে উঠতে চায় না। আজকাল আবার বেশিরভাগ বাড়ি বা ফ্ল্যাটে মার্বেল এর মেঝে, সেক্ষেত্রে জলে গোলা রঙের দাগ যদি মার্বেল বা টাইলসের মেঝেতে লাগে তক্ষুনি ওই রং শুকিয়ে যাওয়ার আগেই স্পঞ্জ দিয়ে রং মুছে নেওয়ার ব্যবস্থা করুন। এরপর ফ্লোর ক্লিনার বা কড়া ডিটারজেনট দিয়ে ভালো করে মেঝে ধুয়ে ও মুছে নিন house cleaning tips। আপনি বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। জলে ঘন করে গুলে মিশ্রণটি সারা মেঝেতে লাগিয়ে রাখুন। এরপর ভেজা স্পঞ্জ বা কাপড় দিয়ে জায়গাটা পুরো মুছে নিন। পুরনো টুথব্রাশ থাকলে ঘষে পরিষ্কার করে নিন। যদি গুঁড়ো আবির মেঝেতে পড়ে, তাহলে আগে ফুলঝাড়ু দিয়ে আবির সরিয়ে দিন। জল যেন কোনওমতেই না লাগে সেদিকে খেয়াল রাখবেন।