দোল এলেই দোলা লাগে মানুষের মনেও। চলে বসন্তকে বরণ করে নেওয়ার আয়োজন। প্রকৃতি বিচিত্র রূপে সেজে ওঠে৷ তারই  মতো নিজেকে সাজিয়ে নিতে চায় সকলে। আর এজন্য বসন্ত বরণের প্রস্তুতি কম-বেশি সবার মনেই রং লাগায়। সেই প্রস্তুতি যেন পরিপূর্ণরূপে সপূর্ণ হয়, তাই নিয়েই আমাদের আজকের আয়োজন, ফাগুনের সাজ। রাফেলড শাড়িতে সেজে উঠুন এবার। রইল Spring Fashion -এর পরামর্শ৷

বসন্তে শুধু বাসন্তী কিংবা হলুদ-সবুজ রঙের পোশাক পরতে হবে- এমন ধারণা পাল্টে গেছে। আপনি চাইলে পরতে পারেন যে-কোনও রঙের পোশাক। তবে হলুদের ছোঁয়া থাকাটা অনেকেরই ব্যক্তিগত পছন্দ। কারণ এই রঙই কিন্তু বসন্তকে ফুটিয়ে তোলে। বাজারে এখন শিফন বা জর্জেটের উপর রাফেলড শাড়ির বর্ণাঢ্য আয়োজন। এতে অনেক সময়ই থাকছে বড়ো বড়ো ফুলের নকশা। বসন্তের জন্য আদর্শ। সঙ্গে বেল স্নিভস, স্লিভলেস বা অফ শোল্ডার ব্লাউজ, আপনার সাজকে সম্পূর্ণ রূপে Stylish Look দেবে।

চুলের সাজ

বসন্ত বরণে যেহেতু সারাটা দিনই বাইরে কাটবে, তাই চুলের দিকটায় একটু বিশেষ নজর রাখতে হবে। যেভাবেই সাজুন না কেন, চুলের সাজটা যেন তার সঙ্গে মানানসই হয়। চুল খোলা রাখতে পছন্দ করেন অনেকেই। এক্ষেত্রে এক পাশে ক্লিপ আটকে তার ওপর ফুল গুঁজে দিতে পারেন। অথবা কানের পাশ দিয়ে হাল্কাভাবে গুঁজে দিতে পারেন কয়েকটি চন্দ্রমল্লিকা ফুল। পেছনে চুল আটকানোর জায়গাটিতে আটকে দিতে পারেন পছন্দের ফুলটি।

দুই পাশ থেকে চুল পেঁচিয়ে এনেও পুরো চুল খোলা রাখতে পারেন। এ ক্ষেত্রে দুল ও মেকআপের সঙ্গে মিলিয়ে সঠিক জায়গায় ফুলটিকে আটকে নিন।খোঁপার চারপাশ দিয়ে পরপর ছোটো ফুল গেঁথে নিন অথবা একটি বড়ো ফুল খোঁপা ও কানের মধ্যে আটকে নিন। বেণিতেও অন্যভাবে ফুল আটকে তৈরি করতে পারেন ভিন্ন লুক। সামনে দুই পাশ থেকে চুল টুইস্ট করে টেনে পেছনে নিয়ে আটকে নিন ক্লিপ দিয়ে। এবার সাধারণভাবে বেণি করে মাঝে মধ্যে ফুল আটকে নিতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...