আরশোলা আপাত নিরীহ একটি পোকা হলেও, এটি অত্যন্ত ক্ষতিকারক। কারণ, নোংরা আবর্জনার মধ্যে ঘুরে বেড়ায় আরশোলা এবং শরীরের মাধ্যমে ক্ষতিকারক জীবাণু বহন করে তা ছড়িয়ে বেড়ায়। অতএব, বাড়িঘর আরশোলা-মুক্ত করা অত্যন্ত জরুরি। আর এই ব্যবস্থা নিতে পারবেন মাত্র দুটি সহজ উপায়ে
- আরশোলা মিষ্টির গন্ধে আকৃষ্ট হয় এবং মিষ্টি খেতে ভালোবাসে। তাই আরশোলাকে আকৃষ্ট করাতে হবে চিনি, গুড়, মধু ইত্যাদি দিয়ে আর এই মিষ্টিজাতীয় উপকরণের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ওই মিশ্রণ কাগজ কিংবা প্লাস্টিকে রেখে দিন ঘরের প্রতিটি কোণায়। বিশেষ করে রান্নাঘরে গ্যাস অ্যাভেনের নীচে এবং ড্রেনের মুখে রেখে দিন। বেকিং সোডা মিশ্রিত ওই মিষ্টি উপাদান খেলেই আরশোলার মৃত্যু নিশ্চিত। টানা সাতদিন এই পদ্ধতি অবলম্বন করলে আরশোলা নির্মূল হবেই।
- ক্ষতিকারক হলেও আরশোলা অনেকে মারতে চান না, শুধু তাড়িয়ে দিতে চান। এইরকম মানুষদের বাড়িঘর আরশোলা-মুক্ত করার জন্যও এক মোক্ষম অস্ত্র আছে। আর এই অস্ত্রটি হল তেজপাতা। একগুচ্ছ তেজপাতা গুঁড়ো করে ঘরের প্রতিটি কোণায় রেখে দিন কাগজের উপর। তেজপাতার তীব্র গন্ধ সহ্য করতে পারবে না আরশোলা। এর ফলে বাড়ি ছেড়ে পালাবে।
आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें
সাবস্ক্রিপশন-এর সঙ্গে পাবেন
700-র বেশি অডিয়ো স্টোরিজ
6000-এর বেশি মনছোঁয়া গল্প
গৃহশোভা ম্যাগাজিন-এর সমস্ত নতুন ফিচার
5000-এর বেশি লাইফস্টাইল টিপস
2000-এর বেশি বিউটি টিপস
2000-এর বেশি টেস্টি ফুড রেসিপি
আরো গল্প পড়তে ক্লিক করুন...
গৃহশোভা থেকে এবং