স্মার্টফোন এখন আমাদের জীবনশৈলীতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। আমাদের দৈনন্দিন জীবনে এর এতটাই প্রভাব যে নিজেদের থেকেও ফোনের যত্ন আমরা বেশি নিই। ফোনের যত্ন করা মানে ফোন পরিষ্কার করা, বেশি ব্যবহারে যাতে ফোন গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা, সঠিক উপায় মেনে ব্যাটারি চার্জ করা ইত্যাদি।

ফোনের যত্ন করতে গিয়ে আমরা অনেক সময় লোকের মুখে ছড়িয়ে পড়া কিছু ভুল তথ্যও সত্যি বলে মেনে বসি। স্মাটফোনের ব্যাটারি নিয়ে মানুষের মনে সবথেকে বেশি ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাগুলি কী কী আসুন জেনে নেওয়া যাক।

সারারাত স্মার্টফোন চার্জে বসিয়ে রাখা

অনেকেই আমরা কারও না কারও মুখে শুনেছি, সারারাত ব্যাটারি চার্জে বসিয়ে রাখলে ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। ফোন এতে ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। ব্যাটারি ফুলে যায় একথাও শুনে থাকবেন। এগুলির কোনওটাই সত্য নয়। এটা শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা।

আসলে এই ধারণা বাজারে ছড়িয়েছিল যখন আমাদের ফোন এতটা স্মার্ট হয়ে ওঠেনি। এবং এর ব্যাটারিও তখন লিথিয়াম সোয়ন-এর ছিল না। আজকাল আমাদের ফোনের প্রসেসরে যে অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, তার সাহায্যে যদি আমাদের ফোন একবার পুরো চার্জ হয়ে যায়, তাহলে অটোমেটিকালি চার্জিং হওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে ফোনের ব্যাটারির কোনও ক্ষতি হয় না। কিন্তু সব ব্যাপারেই সাবধানতা অবলম্বন করা উচিত যেমন ফোন বিছানার পাশে চার্জে দিয়ে কখনওই ঘুমিয়ে পড়বেন না। চার্জার-এ যদি কোনও ফল্ট থেকে থাকে তাহলে সমস্যা যে-কোনও সময়েই হতে পারে।

ফোন-এর ব্যাটারি ডেড হয়ে গেলে তবেই ফোন চার্জ করুন।

ইন্টারনেটের মাধ্যমে অনেকেই এমন ভ্রান্ত ধারণা ছড়িয়ে থাকেন যে, ফোনের ব্যাটারি যখন একেবারে শেষ হয়ে এসেছে বা ফোন বন্ধ হয়ে গেছে তখনই ফোন চার্জে দেওয়া উচিত। এর পিছনে লজিক হল, এই নিয়ম মেনে চললে ব্যাটারির লাইফ দীর্ঘ হবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...