গ্রীষ্মে কী ধরনের ফ্যাব্রিক পরবেন তার একটা ধারণা সবারই থাকা দরকার৷ কমফর্ট-এর সঙ্গে তো আর আপোস করা যায় না৷ তাই যে- পোশাকই পরুন না কেন, খেয়াল করুন তাতে আপনি যথেষ্ট আরাম অনুভব করছেন কিনা৷

আনকমফর্টেবল জামাকাপড় এই সময় বোঝা মনে হতে থাকে৷ তাই আপনার ওয়ার্ডরোব-এ গরমে পরার উপযুক্ত কিছু পোশাক নির্দিষ্ট করে রাখুন৷

যা যা পরবেন না এবং কেন পরবেন না, তা নিয়ে আমরা একটু আলোচনা করছি এই নিবন্ধে৷

পলিয়েস্টার

জনপ্রিয়তার নিরিখে এই ফ্যাব্রিক এগিয়ে খাকলেও গ্রীষ্মকালের পক্ষে কিন্তু এই ফ্যাব্রিক মোটেই উপযুক্ত নয়৷এই ধরনের কাপড়ে ঘাম বেশি হয়৷ ফলে পরার পরই কেমন অস্বস্তি হতে থাকে৷শীতে আবার এই ফ্যাব্রিকের তৈরি পোশাকই অফিসে পরে যাওয়ার পক্ষে দারুণ সুবিধাজনক৷ সহজে ভাঁজ পড়ে না৷ আয়রন করার ঝামেলাও নেই৷ কিন্তু ভুলেও গরমকালে এই ফ্যাব্রিকে তৈরি পোশাক পরবেন না৷

ডেনিমের পোশাক

ইয়ং জেনারেশন-এর কাছে যতই ডেনিম অকর্ষণীয় হোক না কেন, গরমকালে এগুলি পরার কথা ভুলে যান৷ অনেকেই বছরভর হয় ডেনিমের শার্ট নয় ট্রাউজার, এসব পরতেই পছন্দ করেন৷ কিন্তু এই কাপড়ে ছিদ্র কম৷খসখসে টেক্সচারটাও গ্রীষ্মের পক্ষে খুব অসহনীয় হয়ে ওঠে৷স্কিন ঠিকমতো হাওয়া বাতাসের সংস্পর্শে আসতে পারে না এই ফ্যাব্রিক-এর কারণে৷ তাই গরমকালে ডেনিম এড়িয়ে চলাই বাঞ্ছনীয়৷

মখমল

অনেকেই বিয়েবাড় বা পার্টি ড্রেস হিসেবে মখমল বা ভেলভেটের গাউন বা ব্লাউজ তৈরি করান শখে৷ কিন্তু যতই কেন না সেটা আপনার প্রিয় হোক, গরমকালের অনুষ্ঠানে সেটা বের করে পরার কথা ভাববেন না৷ আমাদের দেশে হাই হিউমিডিটির প্রবণতা থাকে বছরভর৷ সেখানে এই মেটিরিয়াল খুব আনকমফর্টেবল একটা অনুভূতি দেয়৷

লেস এবং নেট

অনেকের ধারণা লেস বা নেট-এর কাপড় ছিদ্রযুক্ত—অতএব এই ধরনের পোশাকে বুঝি আরামের অনুভূতি হবে৷ সেক্ষেত্রে আপনাকে বলি, এই ধারণা একেবারেই ভুল, কারণ ছিদ্র থাকলেও এই ধরনের ফ্যাব্রিক আসলে সিন্থেটিক৷ফলে পরার পর শুধু যে গরম লাগবে তাই-ই নয়, ত্বকের নানা সমস্যাও হতে পারে৷ অনেকের ত্বক এতটাই সংবেদনশীল হয় যে, চামড়ার উপর লাল লাল ফুসকুড়ি হয় ও জ্বলুনি শুরু হয়ে যায় এই ধরনের পোশাক পরার পরই৷ তাই গ্রীষ্মে এই ফ্যাব্রিক গায়ে পরা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...