সম্পর্কের বন্ধনকে আরও বেশি করে দৃঢ় করে ‘বিয়ে’। একটা নতুন জীবনের শুরু, যেখানে জীবনের পরিবর্তনের সঙ্গে যোগ হয় বিবিধ দায়িত্বের বোঝা। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের দিনটার জন্যেই মাতামাতি বেশি থাকে। বিয়ের পরের সময়টার গুরুত্ব যে অনেক বেশি, তা নিয়ে মাথাব্যথা সকলেরই কম থাকে। আসলে বিয়ের দিনের অনুষ্ঠান পর্বকে চাকচিক্যে ভরিয়ে তোলাটাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।

অথচ বিয়ের দিনের আগের মুহূর্ত পর্যন্ত পাত্র এবং পাত্রী উভয়েরই আসন্ন বিয়ে নিয়ে থাকে চাপা উত্তেজনা। তাদের কাছে শুধুমাত্র বিয়ের দিনটাই নয়, তার পরের জীবনটা নিয়েও থাকে বহু জল্পনাকল্পনা ও উদ্বেগ। যা মনে রয়েছে তা বাস্তবায়িত হয়ে উঠবে কিনা, এমন জিজ্ঞাসা থেকেই জন্ম নেয় উত্তেজনা। উভয়ের ক্ষেত্রেই নতুন পরিবার এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার প্রশ্ন থেকেই যায়। সুতরাং বিয়ের আগে থেকেই যদি নিজেকে উপযুক্ত ভাবে গড়ে তোলা যায় তাহলে অতটা টেনশনে থাকার আশঙ্কা থাকে না। নিজেদের মানসিক ভাবে প্রস্তুত করার জন্যে যেমন রয়েছে প্রি-ম্যারেজ কাউন্সেলিং তেমনই ঘরোয়া কিছু উপায়ও রয়েছে টেনশন কাটাবার জন্যে।

বিদেশের মতো ভারতেও এখন ডিভোর্সের হার এতটাই বেড়ে গেছে যে, এখানেও প্রি-ম্যারেজ কাউন্সেলিং-এর প্রয়োজনীয়তা অত্যন্ত বেড়ে গেছে।

প্রি-ম্যারেজ কাউন্সেলিং-এর লাভ 

- একে অপরকে জানার এবং বোঝার সুবিধা।

- বিয়ের আগেই জীবনসঙ্গীকে ভালো ভাবে পরখ করে নেওয়ার একটা সুযোগ পাওয়া যায়।

- পাত্র-পাত্রী উভয়েরই প্রয়োজনীয়তা উভয়েরই সামনে খোলা পাতা হয়ে দাঁড়ায়।

- আসন্ন বৈবাহিক জীবনে আসে পরিপূর্ণতা।

- ভবিষ্যতে মতভেদের কারণে কোন কোন বিষয়ে অসুবিধার সৃষ্টি হতে পারে, সেটা প্রথম থেকেই চর্চা করে বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে।

- বিবাহবিচ্ছেদের সম্ভাবনা অনেকাংশে কম হয়ে যায়।

প্রি-ম্যারেজ কাউন্সেলিং-এর সময় বিশেষ করে জোর দেওয়া হয় পাত্র-পাত্রী উভয়ের মধ্যে কী কী খামতি রয়েছে, দু'জনের ব্যক্তিত্বের তফাত কতটা, একে অপরের কাছে কী ধরনের প্রত্যাশা রাখে, খোলাখুলি দুজনে দুজনের কাছে মনের কথা খুলে বলতে পারবে কিনা, নিজেদের জীবন এবং কেরিয়ার সম্পর্কে তারা কী ভাবছে, তাদের আর্থিক স্থিতি, সেক্স ও সন্তান নিয়ে তাদের কী ভাবনা এবং ভবিষ্যতে মতবিরোধ ঘটলে কে কীভাবে পরিস্থিতি সামলাতে সক্ষম– এমন নানা বিষয়ে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...