অনেক সময় দেখা যায়, দীর্ঘদিন চাকরি করার পরেও পদোন্নতি হচ্ছে না। কারণ খুঁজলে হয়তো দেখা যাবে, আপনার কর্মদক্ষতা, বুদ্ধি এবং কৌশলের অভাব রয়েছে। তাই, আপনার কর্মজীবনে প্রবেশের আগে আপনার স্বপ্ন কী ছিল, তা জানা গুরুত্বপূর্ণ। কারণ পেশাগত দুনিয়ায় আপনি কী করতে চান, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সেই স্বপ্ন সফল করার জন্যও আগে থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। আর সেই অনুযায়ী কাজ করা প্রয়োজন। রইল গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ।

আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন

আপনার কর্মজীবনের অগ্রগতি নির্ভর করবে আপনার দক্ষতা এবং বুদ্ধি অনুযায়ী। একটি বিশেষ প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর থেকেই আপনার তাৎপর্য এবং অবদান আপনি বুঝতে শুরু করবেন। আপনি যা দক্ষতা অর্জন করেছেন, তাতে বিশ্বাস রাখুন এবং কাজের প্রতি আপনার দৃষ্টি তীক্ষ্ণ রাখুন। এটি আপনার কর্মজীবনের বিকাশ এবং ইতিবাচক কেরিয়ার গ্রাফ তৈরি করতে আপনাকে সহায়তা করবে।

আপনার বস-এর পছন্দকে গুরুত্ব দিন

কর্মক্ষেত্রে একটি গণ্ডির মধ্যে থাকা ভালো। প্রোফেশনাল স্কিল্স আপনার কাজের অঙ্গ। আপনার স্ট্রং কোয়ালিটিগুলিই বসের সামনে তুলে ধরুন। কাজ সময়ে শেষ করুন। কোনও কাজে যদি সমস্যা হয়, আপনার সমস্যার ব্যাপারে সরাসরি আপনার বসকেই সে কথা খুলে বলুন। অন্যথায় আপনার কাজ না জানার বিষয়টা সারা অফিসের আলোচনার বিষয় হয়ে উঠবে। এই ধরনের কিছু ঘটার থেকে, নিজের না পারাটা আগেই স্বীকার করুন এবং বস-কে আশ্বাস দিন খুব কম সময়ের মধ্যে আপনি সেটা শিখে ফেলবেন। এরপর নিজের দক্ষতা বাড়াতে আর মোটেই দেরি করবেন না। এটা না করে যদি আপনি আপনার বসকে জানান যে, আপনার প্রজেক্ট জমা দিতে দেরি হবে, তাহলে তো তিনি তা শুনবেন না। কারণ আপনার অদক্ষতা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে কখনওই অফিসের বসের সঙ্গে কথা বলা ঠিক নয়। এটার প্রভাব খারাপ হতে পারে।

আপনার Personal Skills বাড়ান

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...