আপনারা জানলে অবাক হবেন যে, শিশুদের সঠিক মানসিক বিকাশে ওদের প্রিয় খেলনাগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে যেটা প্রয়োজন তা হল, শিশুদের সঠিক বয়সে সঠিক খেলনা দিতে হবে। খেলনাগুলি এমন হওয়া উচিত যাতে ওগুলো নিয়ে খেলার সময় শিশুরা সম্পূর্ণরূপে খেলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে এবং খেলতে খেলতে শিশুদের ব্যক্তিত্বের বিকাশও ঘটবে।

রিমোট এবং ব্যাটারি-সহ যে খেলনাগুলি পাওয়া যায় সেগুলো নিয়ে খেলার পরিবর্তে, শিশুরা যদি নিজেরা শারীরিক সক্ষমতার সঙ্গে খেলতে পারে সেটা ওদের শেখার ক্ষেত্রে বেশি সহায়তা করে। এমন অনেক খেলনা আছে যেগুলো দামে সস্তা হওয়া সত্ত্বেও শিশুদের জন্য খুবই উপযোগী। এ ব্যাপারে অভিভাবকদেরও মনে রাখতে হবে যে, শিশুকে কত বেশি দামের খেলনা কিনে দিলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, খেয়াল রাখুন ওগুলো বাচ্চাদের জন্য কতটা উপযোগী এবং ওরা তা কতটা পছন্দ করে।

আমরা যখনই বাচ্চাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করি, আমাদের প্রচেষ্টা থাকে ওদের না-বলা কথাগুলোকে বোঝার। আমরা চেষ্টা করি কোনও না কোনও ভাবে ওদের ‘দুনিয়া'-তে পৌঁছানোর। ওদের দুনিয়ায় একটি দেশলাই বাক্সকে উড়োজাহাজ বলে মনে হয়। যেখানে সামান্য ছোটো ছোটো খেলনার মাধ্যমেও অনেক বড়ো বড়ো স্বপ্ন সাজানো যায়। যে দুনিয়ায় কখনও যানবাহনের চাকা দিয়ে আবার কখনও দেশলাই বাক্সগুলোকে পরপর সাজিয়ে প্রাসাদ নির্মাণ করা যায়। কোনও খেলনা ভেঙে গেলে বাচ্চারা ঘণ্টার পর ঘণ্টা চোখের জল ফেলে। আবার নতুন কোনও খেলনা হাতে পেলে এমন ভাবে আনন্দ প্রকাশ করে, যেন যক্ষের ধন খুঁজে পেয়েছে।

ভবিষ্যতের উন্নয়ন কৌশল

আমাদের প্রত্যেকেরই শৈশবের কোনও না কোনও খেলনার কথা আজও মনে আছে। কিন্তু আপনি কি জানেন যে, খেলনা দিয়ে খেলা শুধুমাত্র একটি কার্যকলাপ নয়, এটি একটি উজ্জ্বল ভবিষ্যতের বিকাশের ভিত্তি তৈরি করে? খেলনা দিয়ে খেলতে খেলতে বাচ্চারা আত্ম-সচেতনতা, অন্যের সঙ্গে মেলামেশা, আত্মবিকাশের মতো বিষয়গুলো শিখতে পারে। যা সঠিক ব্যক্তিত্ব বিকাশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...