আপনার রুচির পরিচয় যেমন পাওয়া যায় আপনার পায়ের জুতোয়, ঠিক তেমনই বাড়িতে জুতো গুছিয়ে রাখাও একটা আর্ট।নিজের বাড়ি হচ্ছে এমন জায়গা, যেখানে আপনি নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন। বাইরে যাই হোক না কেন, নিজের বাড়ি ফিরতে পারলেই মনে হয় আপনি যেন সব বিপদের বাইরে।তাই বাড়িতে সব কিছুই গুছিয়ে রাখা প্রয়োজন যাতে তা দৃষ্টিনন্দন হয়ে ওঠে৷ এমন কি জুতো রাখার জায়গাটিও৷

ঘরের মূল দরজার সামনেই জুতো খুলে রাখবেন না। জুতোর র‌্যাক সব সময় মূল দরজার ডানদিকে রাখুন। অবিন্যস্ত ভাবে অনেকেই ড্রযিংরুমের এদিক ওদিক, কোণায়, খাঁজে জুতো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেন। এতে ঘরটা দেখতেও যেমন বিসদৃশ লাগে, ঠিক তেমনই প্রযোজনের সময় জুতোগুলো খুঁজেও পাওয়া যায় না।

 জুতো রাখার জায়গা

বাস্তুমতে জুতো যদি বাড়িতে সঠিক দিকে বা নির্দষ্ট স্থানে রাখা যায়, তাদলে তার ফলাফল শুভ হয়৷এই প্রেক্ষিতে মনে রাখুন কয়েকটি জিনিস৷

  • বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকে ঘরের দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকের দেয়াল।
  • উত্তর-পশ্চিমের ঘরের দক্ষিণে বা দক্ষিণ-পূর্ব দিকে র‌্যাক তৈরি করান
  • কোনও মতেই কোনও ঘরের উত্তর-পূর্বে জুতোর র‌্যাক রাখা বাঞ্ছনীয় নয়৷

Keep in order, your shoes at home

ইন্টিরিয়র ডেকরশনের অগ্রগতির ফলে কিন্তু এখন জুতোকেও সুন্দর করে গুছিয়ে রাখার নানা ব্যবস্থা রয়েছে। শু র‌্যাক-এও এসেছে নানা বৈচিত্র‌্য। ঘরের স্পেস ইত্যাদির প্রযোজনীয়তার কথা মাথায় রেখে, বেছে নিতে পারেন সুবিধামতো জুতো রাখার জায়গা।

ওভার দ্য ডোর শু র‌্যাক: ছোটো ফ্ল্যাটের জন্য আদর্শ। ক্লোজেট বা বেডরুমের দরজার ভিতর দিয়ে রড থেকে ঝুলিয়ে রাখতে পারবেন এই জুতোর র‌্যাক।

ফোল্ডেবল শু র‌্যাক : সাধারণত কাপড় ও রঙের তৈরি এই র‌্যাক সুবিধামতো খোলা ও বন্ধ করে জুতো রাখা যায়। প্রযোজন না থাকলে ভাঁজ করে তুলেও রাখা যায়।

শু র‌্যাক বেঞ্চ : একই সঙ্গে বসার জায়গা এবং ভিতরে জুতো রাখার ব্যবস্থা এটাই কনসেপ্ট এই শু র‌্যাক-এর। জুতো ঢুকিয়ে ঢাকনা বন্ধ করে দিলেই বেঞ্চ হয়ে যায় এই র‌্যাক।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...