মডার্ন স্ট্যান্ডার্ড অফ লিভিং-এর সঙ্গে পাল্লা দিতে সবাই চাইছে ইন্টিরিয়র চিক্, এবং স্টাইলিশ ডিজাইনের করে তুলতে। বাড়ির সম্পূর্ণ মেক-ওভার চেঞ্জ করা হচ্ছে। সবথেকে বেশি যেখানে হাত পড়ছে সেটা হল রান্নাঘর আর বাথরুম। রান্নাঘর বলতে এখন শুধু আর রান্না করার জায়গা বোঝায় না বরং চায়ের কাপে চুমুক দিতে দিতে সেখানে এখন পুরো পরিবার আড্ডা আলোচনার ঝড় তোলে।
মডিউলার কিচেনের কনসেপ্ট ঘর সাজাবার সংজ্ঞাটাকে পুরো বদলে দিয়েছে। নানা রঙে কিচেন-কে সাজানো হচ্ছে, যেমন– লাল, কমলা, নীল, সবুজ এমনকী ন্যাচারাল শেড্ও ব্যবহার করা হচ্ছে যেমন সেডার এবং বার্চ।
রান্নাঘর সাজাবার সময় ইন্ডিয়ান টেস্ট, লাইফস্টাইল এবং ডিউরেবিলিটি যেমন মাথায় রাখা হয়– তেমনি ইউরোপিয়ান কিচেনের এলিগেন্স-কেও অবহেলা করা হয় না। ট্র্যাডিশনাল সলিড উড্ ফিনিশ থেকে নিয়ে ল্যামিনেট করা কনটেম্পোরারি ফিনিশি যেটা সহজে মেনটেন করা যায় সেগুলো সবই মডিউলার কিচেন-এর জন্য ব্যবহার করা হয়।
প্রধানত নামি কিছু ব্র্যান্ড, মডিউলার কিচেনের অ্যাক্সেসরি বানায়। এর মধ্যে কয়েকটি ব্র্যান্ড হল হেটিক, হ্যাফল, হ্যাকার, প্লাম ইত্যাদি। ব্যক্তিগত প্রয়োজন অনুসারে অ্যাকসেসরি ডিজাইন করা হয় এবং এফেক্টিভ স্পেস প্ল্যানিং করার ফলে দৈনন্দিন কাজ করতে কোনও অসুবিধা হয় না।
চেয়ার, টেবিল, র্যাক, ক্যাবিনেট ইত্যাদি আসবাবপত্র দিয়ে কিচেনের ইন্টিরিয়র তৈরি হয়। কিচেনকে কনটেম্পোরারি লুক দিতে সাহায্য করে কিচেন কেবিন, চিমনি, র্যাক বা তাক, ক্যাবিনেট শাটার্স, ফিটিংস, ড্রয়ারস, প্রশস্ত খোলামেলা জায়গা এবং ডিশ ওয়াশার। সুতরাং নিজের বাড়ি এবং রান্নাঘরকে ক্লাসি লুক যদি দিতে চান তাহলে নানা রকমের ডিজাইন থেকে পছন্দমতো একটি ডিজাইন বেছে নিতে পারেন।
নানা ধরনের আকার
ইউ-শেপের কিচেন - এই শেপের ডিজাইন তৈরি করতে অনেকটা জায়গা দরকার হয়। এই ডিজাইনের জন্য দরকার অনেক রকমের প্রয়োজনীয় জিনিসপত্র এবং এতে অনেকটা স্টোরেজের জায়গাও পাওয়া যায়। দক্ষতার সঙ্গে রান্নাঘরে কাজ করতে ইচ্ছুক থাকলে এই ডিজাইন বেছে নিতে পারেন।