উজ্জ্বল এবং হালকা রঙে ঘর সাজালে ঘর যে বড়ো দেখায় সেটা কারওই অজানা নয়। ঘরে পর্যাপ্ত আলোর প্রবেশ না থাকলে কখনোই দেয়ালে গাঢ় রঙ করাবেন না। ঘর আরও অন্ধকার দেখাবে।একটা আলে হাওয়া যুক্ত ঘর আরামদায়ক অনুভূতি এনে দেয়৷ তাই গৃহপ্রবেশের আগে. সিদ্ধান্ত নিন যে ঘর অযথা আসবাব দিয়ে ভরিয়ে তুলবেন না৷ মিনিমাম ফারনিচার, ইউটিলিটি ফার্নিচার – এটাই হোক আপনার গৃহসজ্জার মূল মন্ত্র৷Wall paints and Lights বিষয়ে রইল পরামর্শ৷

ঘরে একটি রঙিন ও উজ্জ্বল ভাব আনার জন্যে কনট্রাস্টে কুশন কভার অথবা পর্দা ব্যবহার করতে পারেন। যদি আপনার ফ্ল্যাট ছোটো হয় তাহলে দরজা জানালায় বেশি ভারী পর্দা ব্যবহার না করাই ভালো।  এখন অনেকে মেঝে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। দেয়ালের রঙ, ফার্নিচার, পর্দা, সোফা কভারের মতো, মেঝে কিন্তু বার বার বদলানো সম্ভব নয়। তাই প্রথমেই ভেবে  নিন আপনার পছন্দ কোন ধরনের মেঝে।সেই অনুযায়ী মার্বেল করান কিংবা টাইলস বসান৷

এবার Lighting Arrangements at home বিষয়ে কয়েকটি টুকিটাকি টিপস মেনে চলুন৷ ঘর আলোকিত করা ও সৌন্দর্য বর্ধন সহজ হবে৷

  • বসার ঘরের রঙ নষ্ট হয়নি কিন্তু দির্ঘদিন এক রঙ দেখতে দেখতে একঘেয়ে লাগলে অনেক টাকা খরচ করে রঙ করানোর চেয়ে, কয়েকটি ভালো পোষ্টার কিনে লাগিয়ে নিন।
  • আলোর ব্যবহার ঘরের সৌন্দর্য পুরোপুরি বদলে দিতে পারে।তাই ,ঠিক স্থানে আলো লাগান৷
  • বসার ঘরে রঙিন বাতি না দেওয়াই ভালো।
  • ড্রইং রুমের দেয়ালে কিছুটা অংশে কাঁচ বসিয়ে দিতে পারেন। এতে বাড়তি আলো পাবেন।
  • ড্রইংরুমের একপাশের দেয়ালটুকু পুরোটা কাঁচ দিয়ে তৈরি করতে পারেন।
  • বসার ঘরে লাইটগুলোকে এমনভাবে ব্যবহার করুন যাতে ঘর গরম না হয়ে ওঠে।
  • খুব শক্তিশালী হ্যালোজেন বাতি ঘরে না রাখাই ভালো।
  • ঘরে নান্দনিক সৌন্দর্য বজায় রাখতে ব্যবহার করতে পারেন স্পট লাইট। এই লাইটকে আপনি আপনার ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারেন।
  • আলোর উপরে অবশ্যই শেড দিয়ে দিন। এটাই এখন স্টাইল। নইলে খুব খারাপ দেখাবে।
  • চাইলে কোনও মাটির মটকা, বেতের ঝুড়ি অথবা বাঁশের খোলের মধ্যে রাখতে পারেন আলোর ব্যবস্থা। এতে ঘরের লাইটিংয়ে বৈচিত্র আসবে।
  • ড্রইং রুমের টি-টেবিলের অংশটুকু ছাড়া বাকিটুকু অন্ধকার থাকলেও কোনও সমস্যা নেই। উপরে একটা ঝাড় বাতি থাকলেই পর্যাপ্ত আলো হবে।
  • দেয়ালগুলো আলোকময় করতে দেয়ালে কিছু আলো সেট করতে পারেন। কোনও কিছু দেয়ালে রাখলে সেই ওয়াল হ্যাংগিং বা ছবিতে স্পট লাইট দিয়ে হাইলাইট করলে ভালো দেখাবে।
  • ঘরের যেখানে আলো আছে, সেই জায়গাগুলোতেই কেবলমাত্র ছবি ঝোলান। সে ক্ষেত্রে বাতি বসানোর আগেই সিদ্ধান্ত নিন কোথায় কোথায় ছবি ঝোলাবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...