বেশ কিছুদিন ধরে খুশকির সমস্যায় ভুগছি। অনেকরকম অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে দেখেছি কিন্তু উপকার হয়নি। এছাড়াও খুশকির জন্য মাথার স্ক্যাল্পে চুলকানিও হয়। এই সমস্যার কী সমাধান?

সাধারণত ড্রাই এবং অয়েলি দুরকমের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। ঠিক সময়মতো যদি খুশকি কন্ট্রোল করা না হয়, তাহলে ত্বকে খুশকি ঝরে পড়লে সংক্রমণ ছড়াবার ভয় থেকে যায়। এছাড়াও চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এসবই কারণ হল অকালে চুল ঝরে পড়ার। সুতরাং সময় থাকতে খুশকির চিকিৎসা করানো খুব দরকার। এর জন্য সপ্তাহে অন্তত ৩বার চুলে শ্যাম্পু করুন এবং খুব বেশি গরমজলে চুল ধোবেন না, ঈষদুষ্ণ জল ব্যবহার করুন।

খুশকির সংক্রমণ থেকে বাঁচবার জন্য নিজের চিরুনি, তোয়ালে, বালিশ আলাদা রাখুন এবং বিশেষ যত্ন নিয়ে এগুলি পরিষ্কার করুন। চুল যখনই ধোবেন তখনই আগে থেকে চিরুনি, তোয়ালে এবং বালিশের ঢাকা ভালো অ্যান্টিসেপ্টিক লিকুইডে আধঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে রোদে শুকিয়ে তারপরেই ব্যবহার করুন।

চুল যদি তৈলাক্ত হয় তাহলে ১ চামচ ত্রিফলা পাউডার ১ গেলাস জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে এর সঙ্গে ২ বড়ো চামচ ভিনিগার মিশিয়ে নিন। রাত্রে এই মিশ্রণটি দিয়ে সারা চুলে ও স্ক্যাল্পে মাসাজ করুন। সকালবেলা ভালো করে চুলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩-৪ দিন এটি ব্যবহার করে দেখতে পারেন।

এই প্রক্রিয়াগুলি ট্রাই করা সত্ত্বেও যদি সমস্যা থেকে যায় তাহলে ভালো কসমেটিক ক্লিনিকে গিয়ে ওজোন ট্রিটমেন্ট বা বায়োপট্রন-এর সিটিং নিতে পারেন। এতে খুশকি কন্ট্রোল হবেই উপরন্তু চুল পড়ার সমস্যাও নিয়ন্ত্রণ হবে।

ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য পিল অফ মাস্ক কতটা কার্যকরী? আমি কি এটি মধুচন্দ্রিমা যাপনের সময় ব্যবহার করতে পারব? এছাড়াও আমার ত্বক খুবই স্পর্শকাতর। ওয়্যাক্সিং করার পরই ত্বকে লাল লাল ছোপ পড়ে যায়। অথচ আমি অবাঞ্ছিত রোম থেকেও মুক্তি পেতে চাই। তাহলে আমার কী করা উচিত?

­­পিল অফ মাস্ক ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। ত্বকও উজ্জ্বল হয়ে ওঠে। মুখের কমপ্লেকশন ক্লিন এবং ক্লিয়ার লাগে দেখতে। রোদে বেরোবার ফলে ত্বকের ট্যানিং-এর ক্ষেত্রেও এটি খুব কার্যকরী। এটি লাগালে সহজে ট্যানিং দূর হয়। রুক্ষ শুষ্ক ত্বকে মসৃণতা আনতেও পিল অফ মাস্ক খুবই উপকারী।

ত্বকে লাল দাগ রোধ করতে ওয়্যাক্সিং-এর আগে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে পারেন। অবাঞ্ছিত রোম দূর করতে আপনি পালস লাইট ট্রিটমেন্ট-এর সিটিং নিতে পারেন। এটি একটি ইটালিয়ান টেকনোলজি, যেটি কিনা খুব দ্রুত, সুরক্ষিত এবং ব্যথা ছাড়াই অবাঞ্ছিত রোম দূর করে এবং অবশিষ্ট রোম এত পাতলা এবং হালকা রঙের হয়ে যায় যে, সেটা সহজে নজরে পড়ে না।

আরো গল্প পড়তে ক্লিক করুন...