আমার গলা এবং ঘাড়ের অংশ খুব কালো। গলা এবং ঘাড় পরিষ্কার রাখার উপায় কী?

আমরা বেশিরভাগই মুখের সৌন্দর্যের উপর জোর দিই। ঘাড় এবং গলা এড়িয়ে যাই। এর ফলে গলা এবং ঘাড় কালো থেকে যায়। গলা এবং ঘাড় পরিষ্কার করার জন্য ২ বড়ো চামচ মধুর সঙ্গে ১ বড়ো চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এটি গলায় এবং ঘাড়ে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। পরে একটি পরিষ্কার কাপড় দিয়ে পুরোটা মুছে নিন।

শুধুমাত্র লেবুর সাহায্যেও গলা পরিষ্কার রাখতে পারেন। লেবু স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ দেয়। কেটে রাখা লেবু স্নানের সময় গলায় এবং ঘাড়ে ভালো করে রগড়ে নিন এবং তারপর ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এরকম করতে পারলে গলা এবং ঘাড় পরিষ্কার হয়ে যাবে।

আমি ১৮ বছর বয়সি যুবতি। আমার সমস্যা এই যে, আমার ত্বক অসম্ভব স্পর্শকাতর। যে-কোনও বিউটি প্রোডাক্ট ব্যবহার করলেই ত্বক রিঅ্যাক্ট করে। মুখে ব্রণ হওয়া শুরু হয়ে যায়। স্পর্শকাতর ত্বক এবং ব্রণর জন্য কোনও ফেস প্যাক জানা থাকলে দয়া করে জানান।

আপনার ত্বক যেহেতু স্পর্শকাতর তাই কোনও বিউটি প্রোডাক্ট আগে টেস্ট না করে ব্যবহার করবেন না এবং যেটা আপনার ত্বকে স্যুট করে, সেই প্রোডাক্টই খালি ব্যবহার করুন। ফেস প্যাক-এর জন্য তুলসী ও নিম পাউডার, কমলালেবুর রস এবং কাঁচা দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। সেটাই ত্বকে লাগান। তুলসী এবং নিম পাউডারে অ্যান্টিব্যাকটিরিয়াল প্রপার্টিজ রয়েছে যেটা ত্বকের কোনও ক্ষতি না করেই রং উন্নত করতে সাহায্য করে এবং ব্রণ কম করতেও সাহায্য করে।

আমি ২০ বছর বয়সি যুবতি। আমার বর্ণ শ্যামলা। শ্যামলা রঙের জন্য আমি আত্মবিশ্বাসের অভাব বোধ করি। আমার রং কীভাবে ফরসা হতে পারে দয়া করে জানান।

ত্বকের রং ফরসা করতে চাইলে কাঁচা দুধ ত্বকে লাগান। এছাড়াও লাল চন্দন, কেসর, মুলতানি মাটি এবং কমলালেবুর রস মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন এবং ত্বকে লাগান। প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকের নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের রং অবশ্যই উন্নত হবে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...