প্রশ্নঃ আমি ২২ বছর বয়সি যুবতি। আমার নাকের দুইপাশে এবং ঠোটের উপর মেচেতার দাগ রয়েছে। ছোটো ছোটো তিলও রয়েছে। কীভাবে এগুলির থেকে নিষ্কৃতি পাব?
উত্তরঃ মেচেতা হওয়ার কারণ সাধারণত সরাসরি রোদের সম্পর্কে আসা, স্বাস্থ্যের সমস্যা অথবা ঘুম পুরো না-হওয়া। মেচেতার দাগ হালকা করতে হলে টম্যাটোর রস লাগিয়ে শুকোতে দিতে হবে এবং পরে ধুয়ে নিতে হবে। এছাড়াও দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। দই, টম্যাটো, লেবুতে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, যা কিনা মেচেতার সঙ্গে সঙ্গে ত্বকের অন্যান্য দাগ- ছোপও হালকা করতে সাহায্য করে। এগুলি ব্যবহার করে দেখুন উপকার পাবেন।
প্রশ্নঃ আমি ৩৩ বছর বয়সি বিবাহিতা। আমার ভুরুর রোম এখনই সাদা হয়ে যাচ্ছে। কী করলে সাদা হওয়া আটকানো যাবে?
উত্তরঃ ভুরুর রোম কালো করার জন্য এবং সাদা হওয়া আটকানোর জন্য, রাত্রে শোওয়ার আগে অলিভ অথবা ক্যাস্টর অয়েল দিয়ে ভুরু মালিশ করুন। চোখের আশেপাশের স্পর্শকাতর ত্বকের জন্য বাদাম তেল খুবই উপকারী। এছাড়াও ভুরুর রোমকে সাদা হওয়া থেকে বাঁচাতে, ডায়েটে প্রোটিনযুক্ত খাদ্যপদার্থ রাখাটা একান্ত জরুরি। যেমন--- দুধ, কলা, ডিম, ডাল ইত্যাদি।
প্রশ্নঃ আমি ৪০ বছর বয়সি মহিলা। আমার মুখে ডার্ক স্পট্স ভর্তি। সানবার্ন-এর জন্য ত্বকও খারাপ হয়ে গেছে। কীভাবে ডার্ক- স্পট্স এবং সানবার্নের জন্য খারাপ হয়ে যাওয়া ত্বকের পরিচর্যা করব?
উত্তরঃ ত্বককে সানবার্ন থেকে বাঁচাতে হলে প্রথমে খেয়াল রাখতে হবে যাতে ত্বকে সরাসরি রোদ্দুর না লাগে। বাড়ির বাইরে পা রাখতে হলে স্কার্ফ, সানগ্লাস এবং ছাতা ব্যবহার করুন। বেরোবার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। বর্তমানে ডার্ক স্পট্স এবং সানবার্নের প্রভাব দূর করতে ত্বকে দই এবং লেবুর রস মিশিয়ে লাগান। পেস্ট শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এছাড়াও লাল চন্দন পাউডার, কমলালেবুর রস এবং মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। প্যাকে ব্যবহৃত সবকটা উপাদানই, ত্বকের পিগমেনটেশন এবং ডার্ক স্পট্স হালকা করতে সাহায্য করবে।