আমার বয়স ১৭ বছর। আমি এখন ক্লাস টুয়েলভ-এ পড়ি। একটি ছেলে আমাকে খুব ভালোবাসে এবং আমাকে বিয়ে করতে ইচ্ছুক। ভালোবাসাটা শুধুমাত্র ওর দিক থেকেই। কিন্তু আমি ওকে কিছুতেই মুখের উপর বলতে পারছি না যে আমি ওকে ভালোবাসি না। কারণ ও এতে মনে দুঃখ পাবে। অথচ আমি ওকে অন্ধকারে রাখতেও চাইছি না। এই অবস্থায় কী করা উচিত?

আপনার বয়স এখন খুবই কম। এখন পড়াশোনা এবং কেরিয়ার গঠনে মন দিন। যে ছেলেটির কথা জানিয়েছেন তাকে ভদ্র এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিন ওকে আপনি ভালোবাসেন না। সে শুধুই আপনার বন্ধু। এখন প্রেম অথবা বিয়ের বয়স আপনার নয়, এমনকী উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াবারও কোনও যুক্তি নেই। সুতরাং আপনার উপর কোনওরকম আশা রাখতে ছেলেটিকে বারণ করুন আর না মানলে এড়িয়ে চলুন।

আরও পড়ুন 

আমি ২৩ বছরের যুবক, এমএ পড়ছি। কলেজেরই একটি মেয়েকে ভালোবাসতাম। আমি জানতাম মেয়েটিও আমাদের সম্পর্কটা নিয়ে যথেষ্ট সিরিয়াস। কিন্তু হঠাৎই মেয়েটি তার বাড়ি থেকে পছন্দ করে দেওয়া একটি ছেলেকে বিয়ে করে নিয়েছে। মেয়েটির এই ব্যবহারে মানসিক ভাবে আমি বিপর্যস্ত। মেয়েটিকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও কিছুতেই ভুলতে পারছি না। ওর কথা মনে পড়লে আমি কোনও কাজেও মন দিতে পারি না। আমি এখন কী করব?

 মন থেকে কাউকে ভালোবাসলে তাকে মুছে ফেলা এত সহজ হয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতির চাদরেও ধুলো জমতে শুরু করে। কাউকে ভোলা অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব নয়, তারপর যেখানে সেই ব্যক্তিটি অবিশ্বাসের কাজ করেছে।

নিজেকে পড়াশোনা, কেরিয়ার নিয়ে ব্যস্ত রাখলে ভোলাটা সহজ হবে। তাছাড়া দু’দিন পর আপনারও বিয়ে হবে, তখন পুরো ঘটনার স্মৃতিই ধীরে ধীরে আবছা হয়ে যাবে। তবে মনের দরজা বন্ধ রাখবেন না, খুবই কম বয়স আপনার। অচিরেই নতুন কোনও সম্পর্ক এসে পুরোনোকে ভাসিয়ে নিয়ে যাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...