একথা সবাই মানবেন যে, জীবনে যতরকমের সম্পর্ক আমাদের বজায় রাখতে হয় তার মধ্যে দাম্পত্য সবচেয়ে জটিল। দুজন মানুষ একরাশ আশাপ্রত্যাশা আর স্বপ্ন নিয়ে একত্র হয় পরবর্তী জীবনটা সুখে কাটাতে। বিয়ের পরেই একে অপরের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপর একদিন পরিস্থিতি পালটায়। সম্পর্কের ওঠা-পড়াগুলো কেউ কেউ বুঝতে সফল হয়, কেউ পারে না। যারা পারে না তাদের কাছে পারিবারিক দায়দায়িত্ব পালন, অভিভাবকত্ব, কাজকর্ম, দাম্পত্য সম্পর্ক মধুর না হয়ে বোঝা হয়ে ওঠে। অনেক ক্ষেত্রেই দেখা যায় দুজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকা সত্ত্বেও, তারা সম্পর্ক বজায় রাখতে পারে না।

আবার কোনও কোনও ক্ষেত্রে সব কিছু এতটাই তিক্ত হয়ে ওঠে যে, দুজনে প্রায় ভুলেই যায় যে তারা একে অপরকে একদিন ভালোবাসত। এভাবে সঠিক জীবনযাপন করতে না পারার জন্য শুধু তারা নিজেরা নয়, তাদের পরিবার এবং বিশেষ করে তাদের সন্তানদের ভুগতে হয়। বাড়িতে একটা স্বাভাবিক মধুর পরিবেশ না থাকলে, যে-কোনও ব্যক্তির জীবনের সব দিকগুলোই অশান্ত হয়ে ওঠে এবং তিনি অনুভব করতে পারেন যে তার ব্যক্তিগত, পেশাগত, সামাজিক ও অর্থনৈতিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে।

সুতরাং দম্পতিদের সুখী বৈবাহিক জীবনযাপন করতে সক্ষম হওয়া খুবই জরুরি। যারা সদ্য বিবাহিত তাদের উচিত সঠিক ভাবে সম্পর্ক বজায় রাখা। আর যারা ইতিমধ্যেই সম্পর্কটা নষ্ট করে ফেলেছেন, তারা থামুন, ফিরে তাকান এবং মেরামত করুন। মনে রাখবেন সম্পর্ক বজায় রাখা, মেরামত করা– এই দুই পদ্ধতি হয়তো খুব কঠিন। তবে বদলের চেয়ে সবসময়েই তা শ্রেয়। প্রতিটি দাম্পত্য সম্পর্ক একে অন্যটির থেকে আলাদা, তাই একটি সম্পর্ক কী করে মেরামত করে ঠিক করা যায়, তার নির্দিষ্ট পদক্ষেপগুলো বলা খুব কঠিন। তবে কতগুলো জেনারেল টিপ্স দিচ্ছি আমরা যা অনেকটাই সাহায্য করতে পারে।

গবেষণায়  দেখা গেছে যে সুখী বিবাহিত জীবনের ৬টি আঙ্গিক থাকে

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...