মায়ের সঙ্গে সন্তানের নাড়ির বন্ধন। শিশুর জন্মের পর প্রথম যখন তাকে মায়ের হাতে তুলে দেওয়া হয়, তখনই মাতৃমনে সন্তানের সঙ্গে অটুট বন্ধনেরও সূচনা হয়। সন্তানের প্রতি দায়িত্ব পালনের মানসিকতা তৎক্ষণাৎ জন্ম নেয় মায়ের মনে। এরজন্য একজন মা-কে আগে থেকে পড়াশোনা বা ট্রেনিং নিয়ে আসার দরকার পড়ে না। মায়ের মন সন্তানের সব প্রয়োজন নিজেই বুঝে যায়। শুধু নিজের উপর কনফিডেন্স রাখাটা দরকার। নতুন যারা মা হয়েছেন তারা হয়তো ছোটোখাটো ভুলচুকের মাধ্যমে ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠেন। প্রকৃতিই মায়ের মনে এনে দেয় মাতৃত্বের কোমল অনুভূতি। আসুন জানি কীভাবে কনফিডেন্টলি বাচ্চাকে বড়ো করে তুলবেন।

বাচ্চার স্নানের সময়

অনেক মায়েরাই নবজাতককে প্রথমবার স্নান করাতে গিয়ে ভয় পান অথচ নবজাত শিশুকে স্নান করানোর সঠিক পদ্ধতি জানা থাকলে কাজটা সাবধানের সঙ্গে খুব সহজেই সেরে ফেলা যায়। স্নানের নিয়ম

১)       বাথটাব-এ বাচ্চাকে স্নান করানো উচিত এবং খেয়াল রাখা উচিত টাব যেন খুব গভীর না হয়

২)       ঈষদুষ্ণ জলে বাচ্চাকে স্নান করান। জলের উষ্ণতা মাপার জন্য নিজের কুনই দিয়ে আগে জলটা চেক করে তারপর বাচ্চাকে ওই জলে স্নান করানো বাঞ্ছনীয়

৩)      প্রথমে হুড়হুড় করে বাচ্চার মাথায় জল না ঢেলে বাচ্চার গায়ে জলের ছিটে দিন। তারপর ধীরে ধীরে একটু একটু করে জল ঢালুন

৪)       বাচ্চাদের জন্য তৈরি প্রোডাক্ট-ই ওদের জন্য ব্যবহার করুন। খেয়াল রাখতে হবে ওতে যেন প্যারাবেন্স, এসএলএস অথবা এসএলইএস-এর মতো তত্ত্ব না থাকে

৫)       বাচ্চার কানে বা নাকে যাতে জল না ঢোকে খেয়াল রাখতে হবে

৬)      সরাসরি বাচ্চার মাথায় জল ঢালবেন না। শিশুর ঘাড়ের নীচে হাত রেখে হাত দিয়ে জল তুলে ধীরে ধীরে মাথা ধুইয়ে দিন। জোরে জল ঢাললে মাথায় আঘাত লাগতে পারে

৭)       স্নান করানো হয়ে গেলে তোয়ালে দিয়ে শিশুর শরীর পুরো জড়িয়ে নিন এবং ত্বক ভালো করে মোছানো হয়ে গেলে লোশন লাগিয়ে দিন

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...