হোম ডেলিভারি-র কারণে বাড়ির মহিলারা এখন বাড়িতে রান্নার পার্ট প্রায় তুলে দিতে বসেছেন। এর ফলে এমন একটা সময় আসবে, যখন খাবারের বিষয়টি পুরো অ্যাপযুক্ত হোম ডেলিভারি-র উপর নির্ভর করবে এবং রান্নাঘরের বিষয়টি আর থাকবে না। অতএব, সংসার খরচও তখন দ্বিগুন হবে।

মা কিংবা বউয়ের হাতে তৈরি খাবারের যে স্বাদ কিংবা যে ভালোবাসার বন্ধন গড়ে ওঠে, তা আগামী দিনে বিরল হয়ে যাবে হয়তো। আর যখন সবই প্রেমহীন হয়ে উঠবে, তখন পরিস্থিতিও এমন হয়ে উঠবে, যা বাড়ির ছাদ ধসে পড়ার মতো। তাই বলা যায়, প্রেমও হয়ে উঠতে চলেছে আরও বাণিজ্যিক। বাজার থেকে শুরু করে পরিবার, সবই চলে যেতে বসেছে পুঁজিপতিদের হাতে। সর্বত্রই চলছে অবাধে লুট।

Dependence on apps to eat is increasing

অ্যাপ-বেসড যতগুলো সংস্থা আছে, তা কিছু সময় গ্রাহকদের নানারকম সুযোগ সুবিধা দিতে গিয়ে কিছু টাকা ক্ষতির শিকার হয়।এই যেমন এক ফুড হোম ডেলিভারি সংস্থা-র একবছরে ক্ষতি হয়েছে ৩,৬২৯ কোটি টাকা। অন্য এক সংস্থাও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এর জন্য ওই সংস্থাকে ৫৫০ কোটি টাকা সাহায্য নিতে হয়েছে এক ইনভেস্টর-এর কাছ থেকে। এক বছর আগে ওই সংস্থার  ক্ষতি হয়েছিল ১,৬১৭ কোটি টাকা। এর পরেও ওই সংস্থা প্রচুর টাকা ইনভেস্ট করে এবং এক বছরের মধ্যে প্রায় দু’গুন ক্ষতির শিকার হয়৷ মজার বিষয় হল, ওই যে ক্ষতি হওয়া টাকা, তা আজ নয়তো কাল অবশ্যই উশুল করা হবে গ্রাহকদের পকেট থেকেই।কিন্তু যখন বাজার আবার ওদের হস্তগত হয়, তখন ক্ষতি হওয়া টাকার দ্বিগুন টাকা অবশ্যই তুলে নেয় ক্রেতাদের থেকে।

মনে রাখা দরকার, মহিলারা যদি বাড়িতে কোনও কাজ না করেন, তাহলে তাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে না, ঠিক তেমনই অলস মস্তিষ্ক পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকবে। কিন্তু আগামী দিনে পরিবারের সকলকে সম্ভবত অ্যাপ ব্যবহার করে খাবার ব্যবস্থা করতে হবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...