অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার ব্যবস্থা প্রভৃতি বিষয়ে যাঁরা বিশেষ ভূমিকা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াকে অন্যতম কর্তব্য মনে করেন রোটারি ক্লাব (পূর্বাঞ্চল) কর্তৃপক্ষ। তাই তাঁরা পূর্ব ভারত জুড়ে 'সিএসআর পুরষ্কার' প্রদানের মাধ্যমে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং অনুপ্রেরণার একটি মানদণ্ড হয়ে ওঠার লক্ষ্যে কাজ করার উদ্যোগ নিয়েছেন। আর তাই, রোটারি ক্লাবের পূর্বাঞ্চল প্রথমবার মর্যাদাপূর্ণ ‘রোটারি সিএসআর অ্যাওয়ার্ড’ প্রদান করতে চলেছে, যা সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নের জন্য ব্যতিক্রমী প্রতিশ্রুতি প্রদর্শনকারী কর্পোরেটদের সম্মান জানাতে একটি মহৎ উদ্যোগ।

চলতি বছরের ৮ অক্টোবর কলকাতা-র এক অভিজাত ক্লাবে জুরি সভার আয়োজন করা হয়েছিল। এই মনোনয়ন পর্বে সরকার, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নিয়েছিলেন এবং সমান স্বীকৃতি নিশ্চিত করার জন্য প্রতিটি আবেদন স্বচ্ছভাবে এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করেছেন বলেও জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি ২৩শে অক্টোবর ২০২৫ কলকাতার হায়াত রিজেন্সিতে অনুষ্ঠিত হবে, যেখানে কর্পোরেট লিডারস, সিএসআর পেশাদার, উন্নয়ন বিশেষজ্ঞ এবং রোটারির সিনিয়র সদস্যরা এক প্ল্যাটফর্মে একত্রিত হবেন। এই অনুষ্ঠানের লক্ষ্য--- সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে অনুপ্রাণিত করা এবং সামাজিক চেতনা উদযাপন করা।

বিশিষ্ট জুরি সদস্যদের মধ্যে আছেন গায়িকা ঊষা উথুপ। এই উদ্যোগের জন্য তাঁর প্রশংসা প্রকাশ করে জানিয়েছেন, ‘আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে যে, কর্পোরেটরা এগিয়ে আসছেন এবং সিএসআর কার্যক্রমে আরও আন্তরিক ভাবে যুক্ত হচ্ছেন। ইতিবাচক কাজ করা এবং এর ফলে যে অর্থবহ পরিবর্তন আসছে, তা দেখে আনন্দিত হচ্ছি।’

পুরস্কার প্রদানের উদ্দেশ্য এবং প্রক্রিয়া তুলে ধরে, ২০২৫-২০২৬ সালের রোটারি-র জেলা গভর্নর ড. রামানেন্দু হোমচৌধুরী উল্লেখ করেন, ‘এই উদ্যোগ কর্পোরেট হাউস এবং রোটারি ক্লাবকে কার্যকর ভাবে যোগাযোগ করতে সক্ষম করেছে এবং আশা জাগিয়ে তুলেছে যে, এটি ভবিষ্যতে আরও বৃহত্তর সামাজিক প্রভাবের দিকে পরিচালিত করবে।'

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...