অল্প বয়সে বিয়ে হয়ে যায় অনেকেরই যার ফলে মেয়েদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। বিয়ের পর ইচ্ছে থাকলে সংসারের কাজের পাশাপাশি কিছুটা সময় বার করতে পারেন যাতে সেই সময়টায় পরিক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করা যেতে পারে।

আপনি যদি বাড়িতে Government Job-এর জন্য পড়াশোনা করতে চান তবে কোনও কোচিংয়ের সহায়তা ছাড়াই আপনি নীচে দেওয়া টিপসগুলির সাহায্যে ঘরে বসে পড়াশোনা করতে পারেন। একজন গৃহিণীর জন্য প্রথমে নিজের পুরো দিনের পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। আপনি যদি বাড়িতে থাকেন তবে আপনার পক্ষে পড়াশোনা করা সহজ হবে।

স্ব-অধ্যয়ন আপনার জন্য একটি বিকল্প হতে পারে। পড়াশোনার জন্য সকালের সময় বেছে নেওয়া সব থেকে ভালো। যখন আপনার সন্তানরা স্কুলে থাকবে এবং স্বামী কাজে, তখন সেই সময়টি পড়াশোনার জন্য আপনি ব্যবহার করতে পারেন।

১) সর্বপ্রথম আপনাকে একটি সময়সূচী তৈরি করতে হবে যাতে আপনি বাড়ির সমস্ত কাজ করতে পারেন এবং আপনি পড়াশোনার জন্যও পর্যাপ্ত সময় পেতে পারেন। সুতরাং একটি কার্যকর অধ্যয়ন পরিকল্পনা তৈরি করুন। একটি অধ্যয়ন পরিকল্পনায় কেবল অধ্যয়ন নয়, আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপ যেমন খাওয়া, ঘুম, গৃহস্থালির কাজ, বাচ্চাদের এবং সঙ্গীর জন্য সময় ইত্যাদিও অন্তর্ভুক্ত করা উচিত।

২) তারপর আপনি যে সকল টপিকের সাথে পরিচিত তার একটি লিস্ট তৈরি করুন এবং যে টপিকের সাথে আপনি পরিচিত নন সেগুলোর আরেকটি লিস্ট তৈরি করুন। প্রস্তুতি শুরু করার সময়, আপনি যে বিষয়গুলির সাথে পরিচিত নন সেগুলিতে ফোকাস করুন। পরে যে বিষয়গুলো আপনি ভালো জানেন বা যে বিষয়গুলো গ্রাজুয়েশনের সময় পড়েছেন সেগুলো রিভাইজ করুন।

৩) আপনি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসের দিকে মনোযোগ দিন। চাইলে আগের বছরের প্রশ্নপত্র দেখেও আইডিয়া নিতে পারেন। এটি আপনার পক্ষে পরীক্ষার প্যাটার্ন বুঝতে সহজ করে তুলবে। আর এই কাজটি আপনি বাড়ি থেকে বের না হয়েই বা আপনার মোবাইলের সাহায্যেও করতে পারেন, কোনও কোচিংয়ের সাহায্য ছাড়াই।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...