“প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০১২'’ (পকসো অ্যাক্ট) আইন সম্পর্কে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে যে, আইন অনুসারে শুধুমাত্র চাইল্ড পর্নোগ্রাফি তৈরি করা-ই অপরাধ নয়, মোবাইল ফোন বা কম্পিউটারে রাখা কিংবা দেখাও অপরাধ। পকসো আইনের ধারাগুলিকে খুব লঘু ভাবে বিবেচনা না করে, চাইল্ড পর্নোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার প্রয়াসে সুপ্রিম কোর্টের পকসো আইনের ২০০ পৃষ্ঠার ব্যাখ্যাটি কঠোর ভাবে আইন প্রয়োগ করার একটি মহৎ প্রচেষ্টা বলা যায়। চাইল্ড পর্নোগ্রাফি- র বিরুদ্ধে কাজ করার বিষয়টি সমাজ, সরকার এবং বিশ্বজুড়ে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সংস্থাগুলির কাছে অবশ্যই এক বিশাল চ্যালেঞ্জ। লক্ষ লক্ষ মানুষ শিশুদের সঙ্গে যৌন মিলন করে বা তাদের সঙ্গে হওয়া যৌন মিলনের যে ভিডিয়ো দেখে মজা পায়, তা অত্যন্ত বিকৃত মানসিকতার হলেও, এটাই চরম বাস্তব। লক্ষ লক্ষ শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িয়ে পড়ে এবং তাদের দিয়ে ব্যাবসা করে মোটা টাকা উপার্জন করে শয়তানরা।

শিশু পাচারের একটা বড়ো বাজার রয়েছে, যেখানে সারা বিশ্ব থেকে নিষ্পাপ শিশুদের নিয়ে যাওয়া হয় এবং তাদের মারধর এবং যৌন নির্যাতনের পর এই ব্যাবসায় নামতে বাধ্য করা হয়। এসব শিশুদের কোথা থেকে তুলে আনা হয়েছে কিংবা কোথায় রাখা হচ্ছে, তা জানতেও দেওয়া হয় না। আসলে এর চাহিদা এত বেশি যে, এই ব্যাবসায় ঝুঁকি থাকলেও প্রচুর মুনাফার জন্য কাজ করে শয়তানরা।

মাদ্রাজ হাইকোর্ট কিছুদিন আগে জানিয়েছিল যে, শিশুদের নিয়ে ব্লু ফিল্ম তৈরি করা বা বিক্রি করা অপরাধ। তবে এটি দেখার জন্য আপনার মোবাইলে রাখা কোনও অপরাধ নয়। নতুন সিদ্ধান্তে, চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করে নিজের মোবাইলে রাখাকেও অপরাধ বলে বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট। তাই, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলা যায়।

কিছু শয়তানের যৌনক্ষুধা এতটাই যে, তারা আইন কিংবা শাস্তির তোয়াক্কা না করেই নিরপরাধ শিশুদের অত্যাচার করে। আসলে নির্যাতিতারা এই শয়তানদের সামনে অসহায় এবং তারা জানে না যে, তাদের সঙ্গে কি ঘটছে! কখনও কখনও শয়তানরা বাচ্চাদের এই বলে চুপ করিয়ে দেয় যে, তারা কোনও শব্দ করলে তাদের বাবা-মা কিংবা ভাইবোনদের হত্যা করবে। প্রায়শই, মায়েরা যখন তাদের সন্তানদের নির্যাতনের কথা জানতে পারে, তখন তারা তাদের মুখ বন্ধ রাখে, কারণ সমাজ মা এবং শিশু উভয়কেই দোষারোপ করতে শুরু করে এবং নির্যাতিতা শিশুটি সবার রসিকতার লক্ষ্যে পরিণত হয়। আমাদের সমাজ এ ধরনের বিষয়ে খুবই নিষ্ঠুর এবং শিশুকে উত্যক্ত করে আনন্দ পায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...