উৎসবের দিনগুলিতে আনন্দে মেতে ওঠা কিংবা অন্যকে আনন্দে মাতিয়ে রাখা ভীষণ জরুরি। করোনা ভাইরাস-এর আতঙ্ক নিয়ে দিন গুনতে গুনতেই, এসে গেল জীবনকে বর্ণময় করে তোলার উৎসব দীপাবলি। ভিতর-বাইরের সমস্ত অন্ধকার দূর করে আলোর বন্যা বইয়ে দেওয়ার এও এক সুবর্ণসুযোগ। Society বা সমাজ গড়ে তোলে মানুষই , তাকে বাসযোগ্য করে তোলার দায়্ত্বও মানুষেরই৷
তবে, এই সুযোগকে হাতের মুঠোয় পেতে হলে, ভাবতে হবে একটু অন্য ভাবে। এই করোনার আবহে থেকেও, একটু অন্যরকম করে উৎসব উজ্জাপন করতে পারলে, পাওয়া যাবে নির্ভেজাল আনন্দ। আর এই আনন্দ পাওয়া যাবে দুঃস্থ এবং অসহায় মানুষদের জন্য কিছু করার মাধ্যমে। তাই আত্মকেন্দ্রিক না হয়ে আরও উদার, আরও দয়ালু হয়ে উঠুন। ভেবে দেখুন, গরিব, অসহায় মানুষগুলোর মুখের হাসি দেখে যে-মানসিক তৃপ্তি পাওয়া যায়, তা কি আর কিছুতে পাওয়া সম্ভব? অতএব, সেবা ও দানের মাধ্যমে সার্থক করে তুলুন এবারের আলোর উৎসবকে এবং আপনার মনুষ্য জীবনকে।
এই সেবাদান শব্দটিকে ইংরেজিতে পোশাকি ভাষায় বলা হয় Caregiver। বিশ্বের বহু দেশে, অনেক মানুষ এই শব্দটিকে সার্থক করে তুলেছেন। নিজেদের কাজের অবসরে, অসহায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকে। এখন আমাদের দেশেও Caregiver-এর সংখ্যা বাড়ছে।
নিজের আর্থিক সামর্থ্য, শিক্ষা, মেধা, পেশাগত দক্ষতা, অবসর এবং বিশেষ প্রশিক্ষণকে অবলম্বন করে, আপনিও হয়ে উঠতে পারেন কেয়ারগিভার। ব্যক্তিগত কিংবা সমবেত উদ্যোগে কীভাবে আপনি অন্যের অসহায়ত্ব কাটাবেন, সেই বিষয়ে রইল বিস্তারিত পরামর্শ।
সময়দান : নিজের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বাঁচিয়ে রাখুন অন্যদের জন্য। এমন কিছু মানুষ আছেন, যারা হাসপাতাল কিংবা বৃদ্ধাশ্রমে থেকে একাকিত্বে ভোগেন। কারণ, হয় তাঁদের কেউ নেই অথবা আত্মীয়স্বজনরা খুব বেশি খোঁজখবর রাখেন না। তাই, ওঁরা আপনার রক্তের সম্পর্কের কেউ না হলেও, আত্মীয়স্বজনহীন ওইসব মানুষগুলোর জন্য একটু সংবেদনশীল হতে পারেন। সপ্তাহে অন্তত দুবার এক-দুঘন্টা সময় কাটান ওঁদের সঙ্গে। কথা বলুন, ওষুধপথ্যের ব্যবস্থা করুন, সুখদুঃখ শেয়ার করুন। আর যদি সম্ভব হয়, তাহলে ওঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হাতে নিয়ে যান একগুচ্ছ ফুল বা চকোলেট। দেখবেন, উৎসবের দিনে ওঁদের মুখে এমন সরল হাসি ফুটে উঠবে, যা দেখে আপনিও এক অন্যরকম ভালোলাগা অনুভব করবেন।