প্লেনের জানলা দিয়ে সুরভি নীল আকাশের বুকে মেঘেদের ভেসে চলা দেখতে দেখতে, শরীরে শিহরণ অনুভব করছিল। ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। দুবাইয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে একাই যাচ্ছে সুরভি, তাও অনেকদিন পর, সম্পূর্ণ একলা।

পেঁজা তুলোর মতো মেঘেদের ইতিউতি বিচরণ। সকালের রোদ এসে পড়াতে মনে হচ্ছে সোনা ঝরছে আকাশ থেকে। কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে সুরভি খেয়াল করেনি। এয়ার হোস্টেস-এর ডাকে তন্দ্রার ভাব কেটে যায় তার।

এয়ার হোস্টেস জানায়, খারাপ আবহাওয়ার কারণে প্লেন টারম্যাক-এ নামাতে হচ্ছে। যাত্রীদের অসুবিধার কারণে তারা দুঃখিত। আবহাওয়া ঠিক হলেই তারা দুবাইয়ের পথে আবার রওনা হবে। যাত্রীদের সিট বেল্ট বেঁধে নিজেদের সিটেই বসে থাকতে অনুরোধ করা হচ্ছে।

প্লেন টারম্যাক-এ ল্যান্ড করতেই সুরভি নিজের চারপাশটা একবার তাকিয়ে দেখে নিল। ওর ঠিক পাশেই যে-ছেলেটি বসে, তাকে দেখে সুরভির বেশ ভদ্র বলেই মনে হল। প্লেনের ভিতর কতক্ষণ বসতে হবে কারওরই জানা নেই।

ছেলেটির সঙ্গে চোখাচোখি হতেই সে কথা বলতে শুরু করল, হ্যালো... ম্যাডাম, আমি রাহুল। আপনি দুবাইতে থাকেন?

সুরভি ভুরু কুঁচকে ওর দিকে তাকাতেই ছেলেটি সামান্য লজ্জিত হয়ে বলে উঠল, প্লিজ অন্য ভাবে নেবেন না। আমাদের এখন প্লেনের মধ্যেই সময় কাটাতে হবে। আপনার হাতে বই দেখে মনে হল, আপনি পড়তে ভালোবাসেন। ভাবলাম আপনার সঙ্গে কথা বলে সময় কেটে যাবে। আপনি কী করেন?

সুরভি একটু সময় নিল উত্তর দিতে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। পড়তে ভালোবাসি৷ অল্পস্বল্প লেখালিখিও করি কিন্তু রং আমার ভীষণ পছন্দ। আঁকতেই সবচেয়ে ভালোবাসি আমি।

বাঃ! আমিও আগে একটু আধটু লিখতাম টিখতাম। এখন সেসব কোথায় হারিয়ে গেছে। সময়ে সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায়। প্রয়োজনও। রং নিয়ে খেলার নেশা এখন আমাকেও পেয়ে বসেছে। আপনার প্রিয় লেখক কে?

লেখক, বই, পেইন্টিং এইসব নিয়ে নানা আলোচনায় রাহুল আর সুরভি মগ্ন হয়ে রইল। কথায় কথায় দুজনেরই চারিত্রিক বৈশিষ্ট্য একে অপরের সামনে খোলাপাতা হয়ে গেল। একে অপরের প্রতি আকর্ষণ বোধ করতে লাগল। সুরভি সহজেই অপরের মন পড়তে পারে। ওর বুঝতে অসুবিধা হল না, রাহুলের মন ওর প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করছে। একে অপরের প্রতি সম্মানের মনোভাব পরিষ্কার দুজনের চোখেই ফুটে উঠছিল। হয়তো দুজনেরই বন্ধুর প্রয়োজন ছিল।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...